বিয়ে মানেই জীবনের একটি পার্ট শেষ: পূজা

বিয়ে মানেই জীবনের একটি পার্ট শেষ: পূজা

নতুন সিনেমায় যুক্ত হয়েছেন ঢাকাই সিনেমার চলতি সময়ের নায়িকা পূজা চেরি। রেদওয়ান রনির পরিচালনায় ‘দম’ সিনেমায় দেখা মিলবে তাকে। এতে তার বিপরীতে থাকবেন আফরান নিশো, গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন চঞ্চল চৌধুরীও। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে শুভ মহরত।

বিষয়টি নিয়ে মহরত শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন পূজা। সেখানে ব্যক্তিগত বিষয় নিয়েও কথা বলেন এই পর্দা কন্যা। 

এদিন নিজের বিয়ে প্রসঙ্গে অভিনেত্রী বলেন, এখনই এসব ভাবছি না। বিয়ে মানেই জীবনের একটি পার্ট শেষ। এখন আমি ক্যারিয়ার নিয়ে ভাবছি, তারপর বিয়ে। আপাতত সিনেমা নিয়েই ব্যস্ত থাকতে চাই। 

যোগ করে পূজা বলেন, আমার কাছে মনে হয়, আমার এখনো অনেক কাজ করার বাকি রয়েছে। আরও অনেকদূর পাড়ি দিতে হবে। বহুদূর না গিয়ে বিয়েটা করে ফেললে মাঝপথেই তো আটকে গেলাম।

এসময় ‘দম’ সিনেমাটি নিয়ে দীর্ঘদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিলেন জানিয়েছেন তিনি। পূজা বলেন, এটি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। কারণ এ কাজটি আমি খুব সহজে পাইনি। অনেক কাঠখড় পুড়িয়েই আমি নির্বাচিত হয়েছি।

সহশিল্পী আফরান নিশোকে পেয়ে নায়িকা বলেন, নিশো ভাইয়ার সঙ্গে এটি আমার প্রথম কাজ হওয়াতেই আমি খুব এক্সাইটেড। কারণ তিনি অসাধারণ একজন অভিনেতা। তার সঙ্গে কাজ করার ইচ্ছা আগে থেকেই ছিল।  ছাড়া এ সিনেমায় চঞ্চল ভাইও রয়েছেন। যার সঙ্গে ছোটবেলায় কাজ করেছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS