অন্ধ্রপ্রদেশে মন্দিরে পদদলিত হয়ে বহু মৃত্যু

অন্ধ্রপ্রদেশে মন্দিরে পদদলিত হয়ে বহু মৃত্যু

ভারতের অন্ধ্রপ্রদেশে শ্রীকাকুলাম জেলার একটি মন্দিরে পদদলিত হয়ে বহু মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। একাদশী উপলক্ষে কাশিবুগ্গার ভেঙ্কেটেশ্বর স্বামী মন্দিরে ভক্তদের অতিরিক্ত ভিড়ের সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে ভক্তরা পূজা অর্চনা করতে মন্দিরে প্রবেশের সময় হঠাৎ করেই ভিড়ের চাপে বিশৃঙ্খলা তৈরি হয়। মুহূর্তেই শুরু হয় পদদলিতের ঘটনা। এতে বহু মানুষ নিহত ও আহত হন।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, শ্রীকাকুলামের কাশিবুগ্গার ভেঙ্কেটেশ্বর মন্দিরে পদদলিত হওয়ার ঘটনায় শোকাবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় ভক্তদের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। নিহতদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি।

তিনি আরও জানান, আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম তদারকি করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS