মিডিয়া ও তৃণমূলের সঙ্গে সম্পর্ক বাড়াতে কাজ করবে বিএনপির ৭ টিম

মিডিয়া ও তৃণমূলের সঙ্গে সম্পর্ক বাড়াতে কাজ করবে বিএনপির ৭ টিম

নিজেদের সাংগঠনিক বার্তা জনগণের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দিতে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে বিএনপি। মূলধারার মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং দলের ভিত্তি বা তৃণমূলের সঙ্গে সমন্বয় বৃদ্ধির জন্য দলটি একটি সমন্বিত কার্যক্রম হাতে নিয়েছে দলটি। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় এই কৌশলগত পরিকল্পনাটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে এই সমন্বিত কার্যক্রম পরিচালনার জন্য গঠিত ৭টি বিশেষ টিম এবং তাদের প্রধানদের নাম ঘোষণা করেন।

নির্ধারিত টিম ও নেতৃত্বের মধ্যে রয়েছে-
১) স্পোকসপার্সন-ড. মাহদী আমিন
২) প্রেস-ড. সালেহ শিবলী
৩) টিভি ও রেডিও-ড. মওদুদ হোসাইন আলমগীর পাভেল
৪) বিএনপি গ্রাসরুটস নেটওয়ার্ক-ড. জিয়াউদ্দিন হায়দার
৫) অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্ক-এ কে এম ওয়াহিদুজ্জামান
৬) কনটেন্ট জেনারেশন-ড. সাইমুম পারভেজ
৭) রিসার্চ ও মনিটরিং-রেহান আসাদ

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই নতুন কাঠামো দলের ভেতরের শৃঙ্খলা জোরদার করবে এবং যেকোনো পরিস্থিতিতে দ্রুত ও সংগঠিতভাবে প্রতিক্রিয়া জানাতে সহায়তা করবে।

দলের মতে, বিশেষ টিমগুলোর কাজ হবে দলের অবস্থানকে সুশৃঙ্খল, তথ্যভিত্তিক ও দ্রুততার সঙ্গে জনগণের সামনে তুলে ধরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS