নিজ বাসা থেকে ‘জুলাই যোদ্ধার’ লাশ উদ্ধার

নিজ বাসা থেকে ‘জুলাই যোদ্ধার’ লাশ উদ্ধার

রাজধানীর উত্তরার দক্ষিণখান এলাকায় নিজ বাসা থেকে আরমান আহমেদ শাফিন (২৬) নামে এক ‘জুলাই যোদ্ধার’ লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ‘জুলাই যোদ্ধা সংসদের’ আহ্বায়ক ও উত্তরা সরকারি কলেজের সাবেক ছাত্র ছিলেন।

শনিবার (১ নভেম্বর) দুপুরে দক্ষিণখানের ৮ নম্বর রেলগেট এলাকার বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে দক্ষিণখান থানা পুলিশ। আরমান ওই বাসায় বাবা-মায়ের সঙ্গে থাকতেন।

তবে প্রত্যক্ষদর্শীরা জানান, আরমানের মরদেহ ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া গেলেও, তার হাঁটু ছিল বিছানার ওপর ভর করা অবস্থায়। এছাড়া, তার পায়ের পাতায় আঘাতের চিহ্নও দেখা গেছে।

স্বজনদের দাবি, এটি আত্মহত্যা নয়— পরিকল্পিত হত্যা।

এ বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা বলেন, মরদেহটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কিছু, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS