বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নারী বিভাগের উদ্যোগে রাজধানীর গুলশানে শুরু হয়েছে দুই দিনব্যাপী স্তন ক্যানসার সচেতনতামূলক ক্যাম্পেইন। ‘সচেতন তুমি, বিজয়িনী তুমি’ স্লোগান সামনে রেখে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে গুলশানের ডিসিসি নর্থ সুপার মার্কেট চত্বরে ক্যাম্পের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াত মনোনীত ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জামায়াত এমন এক আদর্শে বিশ্বাস করে, যা কোনো দল বা গোষ্ঠীর জন্য নয় বরং সবার কল্যাণ ও মুক্তির জন্য। মানবসেবা আমাদের অন্যতম অঙ্গীকার, আর সে কারণেই স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি।’
তিনি আরো বলেন, ‘আমরা এমন একটি সমাজ গড়ে তুলতে চাই, যেখানে ক্ষমতাসীনরা শাসক নয়, জনগণের সেবক হিসেবে কাজ করবে।’
সভাপতির বক্তব্যে ডা. এস এম খালিদুজ্জামান বলেন, ‘ভবিষ্যতে স্বাস্থ্য খাতের দুর্নীতি দূর করে এ সেবা গরিব ও অসহায় মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ।’
জামায়াতের কেন্দ্রীয় নারী বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ নুরুন্নিসা সিদ্দিকা বলেন, ‘নারীদের স্বাস্থ্য সচেতন করে তুলতে আমাদের এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
ক্যাম্পে স্তন ক্যানসার বিষয়ে পরামর্শ, নারীদের অন্যান্য স্বাস্থ্যসংক্রান্ত আলোচনা ও সচেতনতামূলক বক্তৃতার আয়োজন রয়েছে। আয়োজকরা জানান, ক্যাম্পে নারীদের ব্যাপক উপস্থিতি রয়েছে এবং অংশগ্রহণকারীরা এ ধরনের উদ্যোগকে প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন। সব বয়সের নারীদের ক্যাম্পে অংশ নেওয়ার জন্য আয়োজকরা আমন্ত্রণ জানিয়েছেন।