রাজধানীর মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি বুনিয়া সোহেলের ভাই টুনটুনকে (৪০) বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোরে আদাবর থানাধীন গোল্ডেন স্ট্রিট এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাবের একটি আভিযানিক দল। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরেকটি ভাড়া বাসা থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি এবং অবৈধ অস্ত্র বিক্রির ৫ লাখ ৬১ হাজার টাকা জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী পরিচালক (র্যাব-২, মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে ভোরে আদাবর থানার গোল্ডেন স্ট্রিট এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে টুনটুনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কৌশলে মাদকের বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। তবে পরবর্তীতে অধিকতর জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য অনুযায়ী ভাড়া বাসা থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি এবং অবৈধ অস্ত্র বিক্রয়লব্ধ ৫ লাখ ৬১ হাজার টাকা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত টুনটুন রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন এলাকায় অস্ত্র, মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। সে জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের সহোদর। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদক, হত্যাচেষ্টা ও হত্যাসহ মোট ১২টি মামলা রয়েছে।