জলাবদ্ধতা নিরসনে ঢাকার দখল হওয়া খাল উদ্ধার করতে হবে বলে মত দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৫টায় শাহবাগের মেট্রোরেল স্টেশনের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এই কথা বলেন। ‘নাগরিক নিরাপত্তা ও নগরে নিরাপদ পানির’ দাবিতে মানববন্ধনটি আয়োজন করে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণ শাখা।
এতে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং যুগ্ম মুখ্য সংগঠক এস এম শাহরিয়ার উপস্থিত ছিলেন।
মানববন্ধনে আদীব বলেন, ১৬ তারিখ মিরপুরে আগুনে ১৬ জনের প্রাণ গেছে। গত পরশু মেট্রোর বিয়ারিং প্যাড পড়ে এক নাগরিক মারা গিয়েছে। ঢাকা শহরে মানুষ যে জান নিয়ে বাড়ি ফেরে, তাই এখন বড় আশ্চর্য।
তিনি বলেন, ঢাকা শহর বসবাসের অযোগ্য হয়ে গিয়েছে। এখানে কোনো নিরাপত্তা নেই। বিভিন্ন এলাকায় চলাচল করলেই ছিনতাইয়ের শিকার হতে হয়। আধাবেলা বৃষ্টি হলে জলাবদ্ধতা দেখা যায়; চলাচলের উপায় থাকে না। নাগরিক সেবাগুলো ন্যূনতম পাওয়া যায় না।
এসময় তিনি ঢাকার দখল হওয়া খালগুলো উদ্ধার করা কথা বলেন। তিনি বলেন, দখল হওয়া খালগুলো উদ্ধার করে জলাবদ্ধতা দূর করতে হবে। ঢাকায় নাগরিকদের জীবনযাপন করার ব্যবস্থা করতে হবে।
জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত ব্যক্তির পরিবারের পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
তিনি বলেন, যে ঢাকা শহরকে মেঘা সিটি নাম দেওয়া হয়েছে, এটি একটি মেঘা মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। তিনি বলেন, ঢাকা শহরের মানুষও পানির ন্যায্য হিস্যা পায় না। তিস্তার ন্যায্য পানির হিস্যা বন্ধ করে প্রতিবেশী দেশ। ঢাকার পানি বন্ধ করে নিজ দেশের লোক।
তিনি আরও বলেন, বড় বড় রাজনৈতিক দলকে আজও শোডাউন করতে দেখেছেন। ঢাকার বিভিন্ন জায়গায় তারা শোডাউন দিয়ে বেড়াচ্ছে। জুলাই সনদে তাদের দলের অবস্থান ব্যাখ্যা না করে বিভিন্ন মার্কায় ভোট চাচ্ছেন।
‘গত এক-দেড়বছরে আপনারা নাগরিকদের জন্য কী কথা বলেছেন! যে কথার কারণে মানুষ ভালোবেসে আপনাদের ভোট দেবে! মানুষের আপনাদের ভোট দেবে ক্ষমতার কারণে। কারণ আপনাদের পাশে না থাকলে তার যে ন্যূনতম মর্যাদা, তাও যদি কেড়ে নিয়ে যায়! এই ভয়ে ভোট দিতে বাধ্য। পুরনো যত দল আছে, তাদের পালা শেষ।’ যোগ করেন তিনি।
সামান্তা বলেন, ডিসি-ইউএনও সমানে দখল করেছেন আপনারা। তারা মানুষের জন্য কতটা কাজ করেছে? কাজের বেলায় ফাঁকা। এগুলো আমরা চলতে দেবো না।
এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক এস এম শাহরিয়ার বলেন, মেট্রোরেল, পদ্মাসেতুসহ আমরা যেসব উন্নয়নের কথা শুনেছি, এগুলো স্রেফ দুর্নীতির কারখানা ছিল। কোনোরকম মান নিশ্চিত না করে নির্বাচনকে সামনে রেখে তড়িঘড়ি করে এগুলো করা হয়েছে।
তিনি বলেন, বুড়িগঙ্গাকে রক্ষা করতে ট্যানারিকে সাভারে নেওয়া হয়েছে। কিন্তু বুড়িগঙ্গার চেহারা তো পাল্টেনি। শীতলক্ষ্যার পানিও দূষিত করা হয়েছে। ঢাকার আশেপাশের নদীকে দূষণমুক্ত করুন।
তিনি আরও বলেন, পানি সমস্যা দূরের নামে এলাকায় এলাকায় পানির পাম্প বসানো হয়েছে। এটি ভূগর্ভস্থ স্তর নামিয়ে দিয়েছে। এখন পানি উঠছে না। একইসঙ্গে এটি ঢাকা শহরকে ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ করা হয়েছে।
মানববন্ধনে এনসিপির মহানগরের নেতারা কথা বলেন।