মামুন-লায়লা হচ্ছেন শিমুল ও লামিমা, কী নিয়ে দ্বন্দ্ব তাদের?

মামুন-লায়লা হচ্ছেন শিমুল ও লামিমা, কী নিয়ে দ্বন্দ্ব তাদের?

পরিশ্রম নাকি শর্টকাট? বড়লোক হওয়ার আশায় গুপ্তধন খোঁজার এক হাস্যকর ও সাসপেন্সপূর্ণ গল্পে নির্মিত অরিজিনাল ড্রামা ‘শর্টকাট’। এতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত শিমুল শর্মা ও লামিমা লাম। পরিচালনা করেছেন মাজিদুল ইসলাম।

পর্দায় মামুন চরিত্রে রয়েছেন শিমুল শর্মা। অন্যদিকে, লামিমা লাম রয়েছেন লায়লার ভূমিকায়। আগামী ৩০ অক্টোবর নাটকটির স্ট্রিমিং হবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে।

গল্পের শুরু মুরাদপুর গ্রামের মামুনকে ঘিরে, যার দাদা গুপ্তধন খুঁজতে গিয়ে আর ফেরেননি! দাদার মতোই মামুনেরও স্বপ্ন শর্টকাটে বড়লোক হওয়ার! এ নিয়ে প্রেমিকা লায়লার সঙ্গে তার দ্বন্দ্ব চরমে। মামুন কি গুপ্তধন খুঁজে পাবে, নাকি তার ভাগ্যে অন্যকিছুই লেখা আছে? সেই রহস্য আর সাসপেন্স নিয়েই এগিয়েছে নাটকটি।

নির্মাতা মাজিদুল ইসলাম বলেন, শর্টকাট আমাদের সমাজের একটা প্রতিচ্ছবি। সবাই আজকাল দ্রুত সাফল্য পেতে চায়, কিন্তু পরিশ্রমের মূল্য কেউ দিতে চায় না। আমরা এই সিরিয়াস বিষয়টিই হাস্যরসের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। কমেডি ও সাসপেন্সের মোড়কে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি, দর্শকদের গল্পটি ভালো লাগবে।

নাটকটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন শিমুল শর্মা নিজেই। এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা, ইশতিয়াক আহমেদ রুমেল, সামিউল হক ভূইয়া, শাহাদত শিশিরসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS