ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে তীব্র যানজটে আটকে পড়েছিলেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান। পরে তিনি গাড়ি ছেড়ে হেঁটে অনুষ্ঠানে যোগ দেন। ঘটনাটির ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, এক্সপ্রেসওয়ের ওপর তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান তার সহকর্মীকে নিয়ে গাড়ি ছেড়ে হেঁটে যাচ্ছেন।
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান ভিডিওতে বলেন, ‘ইউকে-বাংলাদেশ কোলাবোরেশন অন ইকোলজি-বেইসড অ্যাডাপটেশন অ্যান্ড হাইড্রোমেট সার্ভিসেস’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছি। তবে তীব্র যানজট আমাকে থামাতে পারবে না। আমি হেঁটেই সেখানে যাবো।
জানা গেছে, গত ২৭ অক্টোবর রাজধানীর পানি ভবনে আয়োজিত ‘ইউকে-বাংলাদেশ কোলাবোরেশন অন ইকোলজি-বেইসড অ্যাডাপটেশন অ্যান্ড হাইড্রোমেট সার্ভিসেস’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান। এলিভেটেড এক্সপ্রেসওয়তে যানজট এড়াতে তিনি তার গাড়ি সেখানেই রেখে হেঁটে গন্তব্যের দিকে রওনা হন। এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হয়েছে এবং অনেকে একে যানজটের একটি দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেছেন।