একই ক্যাডারে আগেই নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের জন্য বিসিএস বিধিমালা সংশোধন করে গেজেট প্রকাশ করেছে সরকার। এই সংশোধনের ফলে ৪৪তম বিসিএসের সংশোধিত ফল প্রকাশের পথ সুগম হলো। চলতি সপ্তাহেই ফলাফল প্রকাশ করতে পারে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
পিএসসি জানিয়েছে, মূলত একাধিকবার বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে একই ক্যাডারে পুনরায় সুপারিশ পাওয়া রোধ করতেই বিদ্যমান বিধিমালা সংশোধন করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার (২৮ অক্টোবর) ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’ সংশোধন করে গেজেট প্রকাশ করেছে।
বিধিমালার ১৭ নম্বর ধারার শেষাংশে কিছু নতুন শর্ত যোগ করার প্রস্তাব করেছিল পিএসসি। গেজেটে উল্লেখ করা হয়েছে—বিদ্যমান বিধির ১৭ নম্বর ধারার শেষাংশে সংশোধিত অংশটি প্রতিস্থাপিত হবে।
২০২২ সালের ২৭ মে অনুষ্ঠিত হয় ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। এতে উত্তীর্ণ হন ১৫ হাজার ৭০৮ জন প্রার্থী। পরবর্তী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১১ হাজার ৭৩২ জন। দীর্ঘ প্রক্রিয়া শেষে মৌখিক পরীক্ষা সম্পন্ন করে চলতি বছরের ৩০ জুন এক হাজার ৬৯০ প্রার্থীকে সুপারিশ করে পিএসসি।
তবে এই বিসিএসে প্রায় চারশ ‘রিপিট ক্যাডার’ (যারা আগের বিসিএসেও একই ক্যাডারে নিয়োগ পেয়ে বর্তমানে কর্মরত) হিসেবে শনাক্ত হন। এতে সংশ্লিষ্ট পদগুলো শূন্য থেকে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে পিএসসি বিধি সংশোধনের প্রস্তাব দেয় এবং রিপিট ক্যাডারদের তথ্য যাচাই করে সংশোধিত ফল প্রকাশের উদ্যোগ নেয়।