বিশ্বখ্যাত আমেরিকান র্যাপার ও গায়ক পিটবুল (আর্মান্ডো ক্রিশ্চিয়ান পেরেজ)। দীর্ঘ ছয় বছর পর ভারতে আসছেন তিনি। দেশটির ভক্তদের সামনে লাইভ পারফর্ম করবেন এই গায়ক।
২০১১ সালে প্রথমবার ভারত সফর করেন পিটবুল। এরপর ২০১৭ ও সবশেষ ২০২৯ সালে দেশটিতে এসেছিলেন তিনি। তার পারফরম্যান্সে তখন মুগ্ধ হয়েছিল শ্রোতারা। এবার অপেক্ষার অবসান হচ্ছে।
এই গায়কের এবারের ট্যুরের নাম রাখা হয়েছে- ‘পিটবুল, আই’অ্যাম ব্যাক’। জানা গেছে, এই ট্যুরে ৬ ডিসেম্বর গুরুগ্রামের হুদা গ্রাউন্ডে প্রথম কনসার্ট করবেন পিটবুল। এরপর ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় শো, হায়দরাবাদের বিখ্যাত রামোজি ফিল্ম সিটিতে।
ইভেন্ট প্ল্যাটফর্ম বুক মাইশো-এর মাধ্যমে ও তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই খবর ঘোষণা করেছে। প্রকাশিত পোস্টারে পিটবুলের ছবি ও ইভেন্টের তারিখ উল্লেখ করা হয়েছে। ক্যাপশনে লেখা, মিস্টার ওয়ার্ল্ডওয়াইড তার ‘পিটবুল, আই’অ্যাম ব্যাক’ ট্যুর নিয়ে ভারতে আসছেন!
ইতোমধ্যেই কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে শনিবার থেকে। ন্যূনতম টিকিটের মূল্য ২০০০, ভিআইপি টিকিটের শুরু ৫০০০ থেকে আর প্রিমিয়াম টিকিটের সর্বোচ্চ দাম ২৪, ৯৫০ ভারতীয় রুপি নির্ধারণ করা হয়েছে।
এই পারফরম্যান্সের পর ১১ ডিসেম্বর পিটবুল পারফর্ম করবেন বাহরাইনের বিখ্যাত বায়ান আল ডানা এমপি থিয়েটারে। দীর্ঘ প্রতিক্ষার পর পিটবুলের ভারতে ফেরা নিয়ে উচ্ছ্বসিত তার ভারতীয় অনুরাগীরা।