আ. লীগ বিভিন্ন ‘দরবারের’ সঙ্গে সংযোগর চেষ্টা করছে: উপদেষ্টা

আ. লীগ বিভিন্ন ‘দরবারের’ সঙ্গে সংযোগর চেষ্টা করছে: উপদেষ্টা

গণঅভ্যুত্থানে পতিত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের বিভিন্ন মাজারকেন্দ্রিক দরবারগুলোর সঙ্গে সংযোগ তৈরির চেষ্টা করছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় বিএমএ ভবনে সুফি সম্প্রদায় নিয়ে গবেষণা করা প্ল্যাটফর্ম ‘মাকাম’ আয়োজিত ‘মাজার সংস্কৃতি: সহিংসতা, সংকট ও ভবিষ্যৎ ভাবনা’ শীর্ষক সংলাপে তিনি এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, আওয়ামী লীগ ‘দরবারগুলোর’ সঙ্গে সংযোগ তৈরি করার চেষ্টা করছে বলে শুনতে পেয়েছি। দরবারগুলোকে এটা বোঝানোর চেষ্টা চলছে যে অধ্যাপক ইউনূসের সরকার এসে মাজার ভেঙে দিচ্ছে, মসজিদ থেকে বের করে দিচ্ছে।

তিনি আরও বলেন, গত ১৫ বছরে একটি রাজনৈতিক দলের সঙ্গে আদর্শিক বিরোধিতার জায়গা থেকে সুফি ঘরানার সঙ্গে আওয়ামী লীগের একটি সংযোগ ঘটেছিল। আওয়ামী লীগ তাদের সুরক্ষা দেবে, আর তারা আওয়ামী লীগকে ভোট দেবে-এই পরিমণ্ডলেই ধর্মীয় রাজনীতি আটকে গেছে। কওমিরাও এর বাইরে নয়, তারাও বিভিন্ন রাজনৈতিক দলের মাধ্যমে ব্যবহৃত হয়েছে।

মাহফুজ আলম বলেন, ধর্মীয় জনগোষ্ঠী লড়াই করবে, মব করবে-এমন ভয় না পেয়ে এই সংকটগুলো রাষ্ট্রীয়, রাজনৈতিক ও নীতিগত জায়গা থেকে দেখতে হবে। না হলে সংকট আরও ঘনীভূত হবে।

ক্ষমতা বদলের সঙ্গে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের কমিটি পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, এই প্রশ্নটা অন্তর্বর্তী সরকারের ইস্যু নয়। এটা ৫০ বছর ধরে চলছে। যখন সরকার পরিবর্তন হয়, মসজিদ কমিটি বদলে যায়, ইসলামী ফাউন্ডেশনের গভর্নিং কমিটিও পরিবর্তন হয়।

উপদেষ্টা আরও জানান, মাজারে হামলার পর অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। এখন সমীক্ষা করে মাজারগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

রাষ্ট্রীয় ফ্যাসিবাদ চলে গেলেও সামাজিক স্তরে ফ্যাসিবাদ রয়ে গেছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, দেশে ইসলামের যতগুলো ধারা আছে, সব ধারার মধ্যে সংলাপ ও সংযোগের সুযোগ তৈরি না হলে রাষ্ট্র গভীর শঙ্কার মধ্য দিয়ে এগোবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS