দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন মিলা

দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন মিলা

দেশের ব্যান্ড সংগীতে নারীদের মধ্যে যারা মঞ্চ মাতিয়ে শ্রোতার মন জয় করেছেন, তাদের মধ্যে অন্যতম মিলা ইসলাম। স্টেজ শো ও নতুন গানে বহুবার নিজেকে প্রমাণ করেছেন দেশের এই জনপ্রিয় পপতারকা। মাঝে শোতে খুব একটা পাওয়া না গেলেও এখন স্টেজ আয়োজনে সরব তিনি।

কানাডার পর এবার দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন মিলা। ২৬ অক্টোবর কোরিয়ার ২০তম অভিবাসী আরিরাং বহুসংস্কৃতি উৎসব উপলক্ষে চাংওনের কেন্দ্রস্থলে অবস্থিত ইয়ংজি কালচারাল পার্কের মূল মঞ্চে পারফর্ম করবেন তিনি। এরই মধ্যে দক্ষিণ কোরিয়া সফরের প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছেন এই কণ্ঠশিল্পী।

এই উৎসবে বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরা এবং বাংলা সংগীতের জন্য এটি একটি গর্বের মুহূর্ত বলে মনে করছেন মিলা। এতে তার সঙ্গে  উপস্থিত থাকবেন তার দলের সদস্য-এনায়েত (বেস গিটার), ম্যালকম (লিড গিটার), কাকন (কীবোর্ড) এবং নাঈম (ড্রামস)।

এবারের সফরে গানে গানে প্রবাসী বাঙালিদের পাশাপাশি স্থানীয় দর্শকদের মনোযোগ কেড়ে নেওয়ার চেষ্টা করবেন বলেও জানান কণ্ঠশিল্পী।

অনেক দিন আড়ালে থাকার পর নতুন করে গানের ভুবনে পা রেখেছেন পপতারকা মিলা ইসলাম। এরই মধ্যে ‘ইনসাফ’ সিনেমায় প্লেব্যাক করে আবার সাড়া ফেলেছেন শ্রোতাদের মাঝে। তার গাওয়া ‘আকাশেতে লক্ষ তারা ২.০’ গানটি শ্রোতাদের এখন মুখে মুখে ফিরছে।

নতুন গান আয়োজন নিয়ে মিলার ব্যস্ততা যেমন বেড়েছে, তেমনি দেশ-বিদেশের মঞ্চে ডাক পড়ছে তার। সে কারণেই বাংলা গানের প্রবাসী শ্রোতাদের আহ্বানে সাড়া দিতে কানাডার পর এবার দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন মিলা। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS