এক গানে নাচতে পূজার পারিশ্রমিক ৬ কোটি টাকা!

এক গানে নাচতে পূজার পারিশ্রমিক ৬ কোটি টাকা!

‘পুষ্পা’ তারকা আল্লু অর্জুনকে নিয়ে নতুন সিনেমা নির্মাণ করছেন পরিচালক অ্যাটলি কুমার। বড় বাজেটের সিনেমা সিনেমাটির নাম রাখা হয়েছে ‘এএ২২×এ৬’। খুব দ্রুতই এগিয়ে যাচ্ছে সিনেমাটির কাজ। 

এবার জানা গেল, এই সিনেমার আইটেম গানে পারফর্ম করবেন জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ে। আর এ গানে উত্তাপ ছড়াতে মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেত্রী।  

সিয়াসাত ডটকমের তথ্য অনুসারে, ‘এএ২২×এ৬’ সিনেমার আইটেম গানের জন্য পূজা পারিশ্রমিক নিয়েছেন ৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৯৫ লাখ টাকা)।  

‘ডিজে: ডাবাডা জগন্নাধাম’, ‘আলা ভাইকুন্তাপুরামলো’ সিনেমায় আল্লু অর্জুনের সঙ্গে অভিনয় করেছেন পূজা। দুটো সিনেমায় তাদের রসায়নে মুগ্ধতা প্রকাশ করেন ভক্ত-অনুরাগীরা। এরপর কেটে গেছে দীর্ঘ ৫ বছর। অনেক দিন পর প্রিয় তারকাদের একসঙ্গে পারফরম্যান্সের খবরে দারুণ উচ্ছ্বসিত ভক্তরা। 

আল্লু অর্জুন-অ্যাটলির সিনেমার বাজেট ধরা হয়েছে ৮০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১১০০ কোটি টাকার বেশি)। এ বাজেট থেকে শুটিংয়ের জন্য ব্যয় হবে ২০০ কোটি রুপি, ভিএফএক্সে (ভিজ্যুয়াল ইফেক্ট) খরচ হবে ২৫০ কোটি রুপি।

জানা যায়, সিনেমাটিতে অভিনয়ের জন্য আল্লু অর্জুন পারিশ্রমিক নেবেন ১৭৫ কোটি রুপি। পাশাপাশি সিনেমাটির ১৫ শতাংশ লভ্যাংশ পাবেন তিনি। পরিচালক অ্যাটলি কুমার পারিশ্রমিক নেবেন ১০০ কোটি রুপি; যার মাধ্যমে ভারতীয় পরিচালকদের পারিশ্রমিকের রেকর্ড ভেঙে দিলেন তিনি।   

গুঞ্জন রয়েছে, এ সিনেমায় আল্লু অর্জুনকে তিনটি প্রধান চরিত্রে দেখা যাবে। প্রধান ৬টি নারী চরিত্র রয়েছে। এসব চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোন, রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর, ম্রুণাল ঠাকুরকে। বাকি দুই চরিত্র কে কে রূপায়ন করবেন তা এখনো চূড়ান্ত হয়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS