প্লাস্টিক সার্জারির প্রশ্নে যা বললেন জয়া আহসান

প্লাস্টিক সার্জারির প্রশ্নে যা বললেন জয়া আহসান

শারীরিক সৌন্দর্য ধরে রাখার জন্য তারকাদের অনেকেই সার্জারির আশ্রয় নিতে দেখা যায়। শুরুতে এসব গোপন থাকলেও পরবর্তীতে এ নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়।

চেহারা ও ফিটনেস ধরে রাখতেই বিভিন্ন ধরনের কসমেটিক সার্জারি করে থাকেন তারা। সম্প্রতি এ ধরনের গুঞ্জনে যুক্ত হয়েছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের নাম।

এ ব্যাপারে সম্প্রতি এক পডকাস্ট শোয়ে খোলামেলা কথা বলেছেন জয়া আহসান। তিনি হাসতে হাসতে বলেন, মানুষ বলে, আমার পুরো শরীর নাকি প্লাস্টিক সার্জারি করা। আমি এটা শুনেছি। আমার নাকি হেড টু টো (মাথা থেকে পা পর্যন্ত) সার্জারি করা।

তিনি বলেন, বোটক্স, এটা-সেটা ব্যবহার করি- এমনটাও বলে থাকে মানুষ। তারা ভাবে, আমি নাকি এসব কমেন্ট দেখি না। আসলে মাঝে মধ্যে দেখি। কমেন্ট বক্স দেখলে আমাদের দেশের পুরুষদের মানসিক অবস্থা কিছুটা বোঝা যায়। তবে এসব আলোচনা ও মন্তব্য সম্পর্কে হাস্যরস করলেও নিজে প্লাস্টিক সার্জারি করিয়েছেন কি করাননি, তা সরাসরি বলেননি এ অভিনেত্রী।

চলতি বছরটা দারুণ কাটছে জয়া আহসানের। এরই মধ্যে বাংলাদেশ-ভারত মিলিয়ে তার ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘ডিয়ার মা’ ও ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমাগুলো মুক্তি পেয়েছে।

গেল ১৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ফেরেশতে’। ওটিটিতে মুক্তি পেয়েছে ‘জয়া আর শারমিন’ ও ‘নকশীকাঁথার জমিন’।

এদিকে সম্প্রতি তৃতীয়বারের মতো বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) শুভেচ্ছাদূত হয়েছেন জয়া আহসান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS