তানজিন তিশার নামে প্রতারণার অভিযোগ নারী উদ্যোক্তার

তানজিন তিশার নামে প্রতারণার অভিযোগ নারী উদ্যোক্তার

অভিনয়ের মাধ্যমে সুনাম কুড়ানোর পাশাপাশি কিছু বিতর্ক ও সমালোচনাও রয়েছেন তানজিন তিশার নামে। বিভিন্ন সময় বিভিন্নজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে খবরের শিরোনামও হয়েছেন।একবার আত্মহত্যার চেষ্টা করেও তুমুল বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছিলেন এই অভিনেত্রী।

এবার এক নারী উদ্যোক্তা তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন। অভিযোগের প্রমাণস্বরূপ তিশার সঙ্গে ওই নারী উদ্যোক্তার কথোপকথনের কয়েকটি ভয়েস রেকর্ড এবং ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশটও পাওয়া গেছে।

ঘটনার সূত্রপাত গত জানুয়ারিতে। তিশা তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ‘এ্যাপোনিয়া’ নামে একটি অনলাইন ফ্যাশন পেজে যোগাযোগ করেন। সেখানে তিনি কয়েকটি জামদানি শাড়ির ছবি চান। উদ্যোক্তা ঝিনুক জানান, তিশা একটি হলুদ জামদানি শাড়ি পছন্দ করেন, যার দাম ছিল ২৮ হাজার ৮০০ টাকা। তিশার জনপ্রিয়তা বিবেচনায় ঝিনুক প্রস্তাব দেন-শাড়িটি ফ্রি দেবেন, তবে শর্ত হলো তিশা সেটি পরে ছবি তুলে তার সোশ্যাল মিডিয়ায় ব্র্যান্ডটির প্রচারণা করবেন। তিশা প্রস্তাবে রাজি হন এবং শাড়িটি তার বাসায় পৌঁছে দেওয়া হয়।

কিন্তু অভিযোগ অনুযায়ী, এরপর দীর্ঘ ১০ মাস কেটে গেলেও তিশা সেই প্রতিশ্রুতি রক্ষা করেননি। উদ্যোক্তার দাবি, একাধিকবার ফোন, ভয়েস মেসেজ ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করেও তিশার কোনো সাড়া পাওয়া যায়নি। এখন তিনি শাড়ির দাম ফেরত চান, না হলে আইনগত ব্যবস্থা নেবেন।

নারী উদ্যোক্তা ঝিনুক বলেন, বাংলাদেশের সেলিব্রিটিদের এ জন্য কেউ সম্মান করে না। এসব আচরণের জন্যই সম্মান পান না তারা। তিশার কী দরকার ছিল আমার সঙ্গে এমন করার? আমি তাকে লাস্ট মেসেজ দিয়েছি আপা আপনি আমার শাড়িটা পরলে পরেন, না পরলে টাকাটা দেন। তা না হলে যে জিনিসটা হবে, এটার জন্য আপনিই দায়ী থাকবেন। কারণ এখন আর প্রমোশনের ইচ্ছে আর নেই। প্রায় ১০ মাস সময় হয়ে গেছে এখন তিনি আমার টাকাটা দিলেই আমি খুশি। না হলে আমি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

বলে রাখা যায়, সম্প্রতি বড় পর্দায় নাম লিখিয়েছেন তানজিন তিশা। চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ নামে একটি সিনেমায় দেখা যায় তাকে। এর মাধ্যমেই চলচ্চিত্রে তানজিন তিশার অভিষেক হতে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS