যাদের আপন ভাবি তারা আসলে বিষধর সাপ: পূর্ণিমা

যাদের আপন ভাবি তারা আসলে বিষধর সাপ: পূর্ণিমা

এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। অভিনয়ে অনিয়মিত হলেও তার রয়েছে আলাদা দর্শকপ্রিয়তা।বিশেষকরে, তার সৌন্দর্যের কারণে এখনও তিনি সমাদৃত। নিয়মিত আলোচনায় থাকেন এই চিত্রতারকা।

এবার সামাজিকমাধ্যমে ছবি পোস্ট করে আক্ষেপের কথা জানালেন এই অভিনেত্রী।

রোববার (১৯ অক্টোবর) ব্যক্তিগত ফেসবুক পেজে পূর্ণিমা লেখেন, যাদের আপন ভেবে দরজা খুলে দিই, তারা আসলে বিষধর সাপ। প্রয়োজনে বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে, আর সুযোগ পেলেই বিষ ঢেলে দেয় আমাদের স্বপ্নে, আমাদের জীবনে।

ওই পোস্টে তিনি আরও লেখেন, যখন মানুষ জীবনের সাফল্যের শিখরে পৌঁছায়, তখন কিছু মানুষ মৌমাছির মতো চারপাশে গুনগুন করে ঘুরতে থাকে। প্রশংসার ফুলঝুরি ঝরিয়ে তারা সান্নিধ্যের ভান করে। কিন্তু সময় খারাপ হলে, ঠিক মৌমাছির মতোই উড়ে যায় অন্য ফুলের দিকে।

পোস্টের শেষ লাইনে পূর্ণিমা লেখেন, মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ।

অভিনেত্রীর এই আক্ষেপ অনেকের মন ছুঁয়েছে। কেউ লেখেন, ‘পূর্ণিমা আপু ঠিকই বলেছেন, এই কথাগুলো আজকের বাস্তবতা। ’ কেউ আবার মন্তব্য করেছেন, ‘এ যেন আমাদের সবার জীবনের গল্প। ’

এদিকে, গেল শুক্রবার (১৭ অক্টোবর) সংস্কৃতি সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) আয়োজিত ‘সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড’-এর ২৪তম আসরে চলচ্চিত্রে অবদানের জন্য বিশেষ সম্মাননা পেয়েছেন পূর্ণিমা।

অন্যদিকে পূর্ণিমা অভিনীত দুটি সিনেমা ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ রয়েছে নির্মাণাধীন। তবে কবে নির্মাণ কাজ শেষ হবে, সে বিষয়ে রয়েছে সংশয়। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS