২৫০ কোটির বাড়িতে কবে উঠছেন রণবীর-আলিয়া?

২৫০ কোটির বাড়িতে কবে উঠছেন রণবীর-আলিয়া?

দুই বছরের অপেক্ষার অবসান হতে যাচ্ছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের। বলিউডের এই তারকা দম্পতির নতুর বাড়ি নির্মাণের কাজ শেষ হয়েছে।এবার অপেক্ষা বাড়িতে বসবাসের।

সূত্রের বরাদে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, দীপাবলির দিনে নতুন বাড়িতে প্রবেশ করবেন রণবীর-আলিয়া। গৃহপ্রবেশ উপলক্ষে নাকি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেখানে তাদের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। তবে নতুন বাড়ির গৃহপ্রবেশের আগে অনুষ্ঠানের গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন আলিয়া-রণবীর।

তারকা দম্পতির নতুন বাড়িটি ছয় তলার। মুম্বাইয়ের বান্দ্রার পালি হিল এলাকায় এর অবস্থান। কিছু দিন আগেই বাড়ির ছবি এবং ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। যা দেখে অত্যন্ত বিরক্ত হয়েছিলেন রণবীর-আলিয়া।

এ কারণেই গৃহপ্রবেশের আমন্ত্রণ পত্রে আলাদা করে উল্লেখ করেছেন গোপনীয়তা বজায় রাখার বিষয়টি। আমন্ত্রণপত্রে লেখা, আমরা আশা করব এই বিশেষ দিনে গোপনীয়তা বজায় রাখতে পারব। আপনাদের সহযোগিতা, ভালোবাসা আমাদের সঙ্গেই থাকবে, আমি জানি।

রণবীর-আলিয়া দম্পতির এই বাড়ি ইতোমধ্যেই নজির গড়ে ফেলেছে। এর চেয়ে বেশি দামের বাড়ি নাকি ভারতীয় কোনও তারকার নেই! এমনকি বলিউড বাদশা শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’কেও ছাড়িয়ে গেছে। বাড়িটির দাম এই মুহূর্তে ২৫০ কোটি টাকা বলে জানা গেছে।

পালি হিল এলাকায় এই বাড়িটি মূলত রাজ কাপুর ও কৃষ্ণা রাজ কাপুরের বাড়ি। আশির দশকে এটি ঋষি কাপুর ও নীতু কাপুরকে লিখে দিয়েছিলেন তারা। সেই বাড়িই উত্তরাধিকার সূত্রে এখন রণবীর ও আলিয়ার হাতে।

পুরনো এই বাড়ির কিছুটা সংস্কার ও অনেকটা পুণর্নির্মাণের কাজ চলেছে কয়েক বছর ধরে। আলিয়া ও রণবীর প্রায়ই সেখানে গিয়ে দাঁড়িয়ে থেকে কাজ দেখেছেন। সবুজে ঘেরা বাড়িটি থেকে দেখা যাবে আরব সাগর থেকে। শুধু শাহরুখের ‘মান্নাত’ নয়, এই বাড়ির মূল্য ছাড়িয়ে গেছে অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’কেও।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS