প্রকাশিত হলো আয়কর আইনের ইংরেজি ভার্সন

প্রকাশিত হলো আয়কর আইনের ইংরেজি ভার্সন

অবশেষে প্রকাশিত হলো আয়কর আইনের ইংরেজি ভার্সন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ১৬ অক্টোবর SRO No-404-Law/2025 এর মাধ্যমে বাংলা ভাষায় প্রণীত আয়কর আইন-২০২৩ এর Authentic English Text সরকারি গেজেট আকারে প্রকাশ করেছে।

শনিবার (১৮ অক্টোবর) এনবিআরের জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে।

আয়কর আইন-২০২৩ প্রণয়নের পর থেকেই বিদেশি বিনিয়োগকারীরা ইংরেজি ভার্সনের দাবি জানিয়ে আসছিলেন। এতদিন শুধুমাত্র বাংলা ভার্সন থাকায় বিদেশি বিনিয়োগকারীরা আইনের সঠিক ব্যাখ্যা ও বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তায় ছিলেন এবং নানা আইনি জটিলতার মুখে পড়তেন।

এনবিআরের ভাষ্য, আয়কর আইনের ইংরেজি ভার্সন বা Authentic English Text সরকারি গেজেটে প্রকাশের ফলে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা আইন সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাবেন। এতে করদাতাদের আস্থা বাড়বে, আইন প্রয়োগে দ্ব্যর্থতা দূর হবে এবং স্বচ্ছতা ও সঠিকতা নিশ্চিত করা সম্ভব হবে।

এদিকে কাস্টমস আইন, ২০২৩ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর Authentic English Text সরকারি গেজেটে প্রকাশের প্রক্রিয়াও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই এই দুটি আইনের ইংরেজি ভার্সন প্রকাশ করা হবে বলে আশা করছে এনবিআর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS