আর রাস্তায় নয়, রাজনীতি হোক সংসদ কেন্দ্রিক: মির্জা ফখরুল

আর রাস্তায় নয়, রাজনীতি হোক সংসদ কেন্দ্রিক: মির্জা ফখরুল

বাংলাদেশের রাজনীতি এখন থেকে আর রাস্তায় নয়, বরং সংসদ কেন্দ্রিক হওয়া উচিত এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংসদীয় গণতন্ত্রকে সফল করতে হলে পার্লামেন্টকেই রাজনীতির মূল কেন্দ্রবিন্দুতে পরিণত করা অপরিহার্য।

শনিবার (১৮ অক্টোবর) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারি ইউনিয়নের একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর ৫০ বছর ধরে রাস্তায় থাকার যে ধারা, তা এখন বদলে ফেলে সংসদের দিকে মনোযোগ দেওয়া উচিত।

আগামী নির্বাচন অর্থপূর্ণ করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, সব রাজনৈতিক দলকে নিজেদের ছোটখাটো ভেদাভেদ ভুলে গিয়ে আসন্ন নির্বাচনকে সত্যিকার অর্থেই একটি অংশগ্রহণমূলক ও অর্থপূর্ণ নির্বাচনে পরিণত করার আহ্বান জানাচ্ছি। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিতরাই পার্লামেন্টকে প্রাণবন্ত ও কার্যকর করে তুলবেন, যা রাজনীতির কেন্দ্রবিন্দু হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ গত ১৫ বছরে যে ‘জঞ্জাল’ তৈরি করেছে, এক বছরের মধ্যে তা পুরোপুরি ঠিক করা কারো পক্ষেই সম্ভব নয়। তাই রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সংসদীয় ব্যবস্থাকে শক্তিশালী করার দিকে নজর দিতে হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ ভবনের সামনে ছাত্র ও পুলিশের সংঘর্ষের ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, এ ধরনের ঘটনা এ সময়ে গণতন্ত্রকে সাহায্য করবে না এবং সবারই দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।

তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের কাজের প্রশংসা করে বলেন, তারা ভালো কাজ করার চেষ্টা করছে।

অনুষ্ঠান শেষে মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে সভাপতি ও হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। বিএনপি মহাসচিব এ শ্রমিক ইউনিয়নের দাবি-দাওয়ার প্রতি তার পূর্ণ সমর্থনের কথা জানান।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী শামছুর রহমান শিমুল বিশ্বাস, শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমদ, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাসিম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS