ক্রিকেটারদের হেনস্তা: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিসিবি

ক্রিকেটারদের হেনস্তা: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিসিবি

বিমানবন্দরে জাতীয় দলের ক্রিকেটারদের প্রতি অশোভন আচরণের ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংযুক্ত আরব আমিরাত থেকে ওয়ানডে সিরিজ শেষে দেশে ফেরার সময় কিছু দর্শক ক্রিকেটারদের উদ্দেশ্যে গালিগালাজ ও ক্ষোভ প্রকাশ করেন।বিশেষ করে ওপেনার নাঈম শেখের গাড়ির সামনে দাঁড়িয়ে তাকে লক্ষ্য করে কটু মন্তব্য করেন কয়েকজন।

এই ঘটনাকে কেন্দ্র করে নাঈম পরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের হতাশার কথা জানালেও, দর্শকদের এমন আচরণে ক্ষুব্ধ বিসিবি। বোর্ডের এক পরিচালক জানিয়েছেন, ঘটনাটিকে হালকাভাবে দেখা হচ্ছে না। বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিয়ে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

এরই মধ্যে আরেকটি বিতর্ক তৈরি হয়েছে ফেসবুকে ভাইরাল হওয়া এক পোস্টকে ঘিরে। সেখানে এক ব্যক্তি দাবি করেছেন, মিরপুরের কিছু ভাই মিলে একটা টিম গঠন করা হচ্ছে যারা মাঠে গিয়ে দলের খেলা দেখতে আসা দর্শকদের শায়েস্তা করবে।

বিসিবির এক পরিচালক গণমাধ্যমকে বলেন, ‘দুটি ঘটনাই এখন আইনশৃঙ্খলা বাহিনীর নজরে রয়েছে। সরকারও বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে। আমরা চাই মাঠ হোক ক্রিকেটার ও দর্শকদের জন্য সম্পূর্ণ নিরাপদ। ’

তিনি আরও বলেন, ‘খেলায় হার-জিত থাকবে, সমালোচনাও হতে পারে। কিন্তু গালাগাল বা হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS