ভিউ বাণিজ্য দেশটাকে শেষ পর্যায়ে নিয়ে গেছে: হামিন আহমেদ

ভিউ বাণিজ্য দেশটাকে শেষ পর্যায়ে নিয়ে গেছে: হামিন আহমেদ

দেশের জনপ্রিয় ব্যান্ড মাইলসের অন্যতম সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী হামিন আহমেদ। তার মতে, ‘ভিউ বাণিজ্য দেশটাকে শেষ পর্যায়ে নিয়ে গেছে।’

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সামাজিকমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।  

হামিন আহমেদের কথায়, ‘ভিউ বাণিজ্য দেশটাকে শেষ পর্যায়ে নিয়ে গেছে। ভিউ হওয়ার জন্য যেকোনো কিছু, যেকোনো কিছু। ভাইরাল= অর্থ = লোভ। ’

এই ব্যান্ড তারকার করা এই পোস্টের সঙ্গে অনেকেই সহমত প্রকাশ করেছেন। এই পোস্টের মন্তব্য বাক্সে একজন লেখেন, ‘সত্যি ভাইয়া, সত্যিই আমরা শেষ। এখন গান বা কাজ কেমন হয়েছে শোনে না, দেখে না, দেখে ভিউ।

আরেকজন লেখেন, ভাইরাল হবার নেশায় নিজের মান-ইজ্জত ও বিবেক শালীনতা ও ব্যক্তিত্ব বেঁচে দেবেন না, প্লিজ। এই মরণ ফাঁদে পা দেবেন না। ধন্যবাদ জানাই বস এ রকম একদম বাস্তব কথা তুলে ধরেছেন সমাজেরই চলছে।

বলে রাখা যায়, হামিন আহমেদ হলেন সঙ্গীত পরিচালক কমল দাশগুপ্ত এবং নজরুল সঙ্গীতশিল্পী ফিরোজা বেগমের ছেলে। গানে ক্যারিয়ার গড়ার আগে ক্রিকেটার ছিলেন তিনি। প্রথম দিকে ন্যাশনাল স্পোর্টিং, সূর্য তরুণ, আজাদ বয়েজ , আবাহনী , মোহামেডানের খেলতেন তিনি। ১৯৮৬ সালের আইসিসি ট্রফির জন্য বাংলাদেশের দলের অংশ ছিলেন। ১৯৮৭ সালে ক্রিকেটকে বিদায় জানিয়ে গানে নিয়মিত হন।

তিনি ১৯৭৯ সালে বিখ্যাত মাইলস ব্যান্ডের সঙ্গে কণ্ঠশিল্পী এবং গিটারিস্ট হিসেবে তার সঙ্গীত যাত্রা শুরু করেন। ব্যক্তি জীবনে তিনি গায়িকা কানিজ সুবর্ণার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে তিন সন্তান রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS