স্বামীর বিরুদ্ধে ‘রাজসাক্ষী’ হতে নারাজ শিল্পা শেঠি!

স্বামীর বিরুদ্ধে ‘রাজসাক্ষী’ হতে নারাজ শিল্পা শেঠি!

বলিউডের অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার জীবনে আইনি বিতর্কের অভিশাপ যেন কিছুতেই কাটছে না! ৬০ কোটির আর্থিক কেলেঙ্কারি মামলায় কয়েক দিন আগেই বম্বে হাইকোর্টে তিরস্কারের মুখে পড়তে হয়েছিল এই তারকা দম্পতিকে।

আদালতের পক্ষে নির্দেশ দেওয়া হয়, আগে ৬০ কোটি টাকা জমা দিন, তারপর লস অ্যাঞ্জেলস কিংবা বিদেশের যেখানে ইচ্ছে, সেখানে ঘুরতে যান।

চলতি বছরের আগস্ট মাসেই বলিউডের এই হাইপ্রোফাইল তারকা দম্পতির বিরুদ্ধে ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগে এফআইআর দায়ের করেছিলেন মুম্বাইয়ের এক ব্যবসায়ী। সংশ্লিষ্ট মামলায় গেল সেপ্টেম্বর মাসেই শিল্পা ও রাজ কুন্দ্রার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করে মুম্বাই পুলিশ। এ কারণে ইচ্ছে করলে যখন-তখন রাজ-শিল্পার দেশের বাইরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়। অনুমতি সাপেক্ষেই বিদেশ ভ্রমণ করতে হবে তাদের।

সেই লুক আউট নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে পাল্টা বম্বে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাজ-শিল্পা। কিন্তু তারকা দম্পতির আবেদন নাকচ করে দেয় আদালত। পাল্টা তাদের জানানো হয়, আগে ৬০ কোটি টাকা পরিশোধ করুন, তারপর বিদেশে যান।

সংশ্লিষ্ট মামলায় দুইবার শুনানি হলেও সিদ্ধান্তে অনড় আদালত। অগত্যা আইনি গেরোয় পড়ে বিদেশ ভ্রমণ বাতিল করতে হল শিল্পাকে।

প্রসঙ্গত, এর আগের শুনানিতে শিল্পা আদালতে জানিয়েছিলেন, রাজ কুন্দ্রার কোম্পানির সঙ্গে তার কোনওরকম সম্পর্ক নেই। তিনি সংস্থার নির্বাচিত ডিরেক্টর মাত্র।

এ প্রসঙ্গে প্রধান বিচারপতি শ্রী চন্দ্রশেখর এবং গৌতম অখণ্ডের ডিভিশন বেঞ্চ পাল্টা অভিনেত্রীকে বলেন, যদি বিদেশ যেতে চান, তাহলে স্বামীর বিরুদ্ধে আগে রাজসাক্ষী হোন।

আগামী ১৬ অক্টোবরের মধ্যে শিল্পাকে লিখিত অ্যাফিডেভিট জমা দেওয়ার নির্দেশ দেয় কোর্ট। যেখানে শিল্পার দাবির ভিত্তিতে রাজ কুন্দ্রার স্বাক্ষর থাকবে। তবে স্বামী রাজের বিরুদ্ধে না গিয়ে এবার আদালতে শিল্পা শেঠি জানালেন, তিনি বিদেশ ভ্রমণ বাতিল করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS