‘ব্রাউন সুগার’ খ্যাত গায়ক ডি’অ্যাঞ্জেলো মারা গেছেন

‘ব্রাউন সুগার’ খ্যাত গায়ক ডি’অ্যাঞ্জেলো মারা গেছেন

‘ব্রাউন সুগার’ খ্যাত মার্কিন সংগীতশিল্পী ডি’অ্যাঞ্জেলো মারা গেছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) নিউ ইয়র্ক শহরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই গায়ক।মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫১ বছর।

ডি’অ্যাঞ্জেলোর মৃত্যুর খবরটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে গায়কের পরিবার।

ক্যান্সারে আক্রান্ত ছিলেন ডি’অ্যাঞ্জেলো। কয়েক মাস হাসপাতালেও ভর্তি ছিলেন তিনি। তবে গত দুই সপ্তাহ ধরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন।  

শিল্পীর মৃত্যুর পরে তার পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, আমাদের পরিবারের উজ্জ্বল তারা এ জীবনের মতো চলে গেছেন। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পরে মাইকেল ডি’অ্যাঞ্জেলো আর্চার, যিনি অনুরাগীদের কাছে ডি’অ্যাঞ্জেলো নামে পরিচিত, তিনি ১৪ অক্টোবর প্রয়াত হয়েছেন। গভীর দুঃখের সঙ্গে আমরা এই খবর আপনাদের জানাচ্ছি।  

ডি’অ্যাঞ্জেলোর মৃত্যুর পর তার ২৭ বছরের ছেলে মাইকেল জুনিয়রকে নিয়ে গোটা পরিবার খুব চিন্তিত। বিবৃতিতে তাদের বক্তব্য, ২৭ বছরের ছেলেটাকে অল্প সময়ে অনেক কষ্ট পেতে হয়েছে।

কয়েক মাস আগেই মাইকেল তার মা অ্যাঞ্জি স্টোনকে হারিয়েছেন। সেই শোক কাটাতে না কাটাতেই পরিবারে ফের শোকের মাতম।

ডি’অ্যাঞ্জেলোর পুত্র সংবাদমাধ্যমের কাছে শোক প্রকাশ করে বলেছেন, আমি সত্যিই কৃতজ্ঞ এই কঠিন সময়ে আপনারা সবাই প্রার্থনা করেছেন। এই বছরটা আমার জন্য খুব কঠিন এবং দুঃখের। আমি অনুরোধ করব, আপনারা ভবিষ্যতেও আমার জন্য প্রার্থনা করবেন। আমার জন্য এই সময়ের সঙ্গে লড়াই করা মোটেই সহজ হবে না। তবে আমার মা-বাবা দু’জনেই শিখিয়েছেন, যে কোনও মুহূর্তে নিজেকে শক্ত রাখতে হয়। আমি শুধু সেটুকুই করতে চাই।

গ্র্যামি পুরস্কার প্রাপ্ত গায়ক ডি’অ্যাঞ্জেলোর সবচেয়ে জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘ব্রাউন সুগার’, ‘মি অ্যান্ড দোজ ড্রিমিং আইজ অফ মাইন’, ‘ডেভিল্‌স পাই’ ইত্যাদি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS