রাজস্থানে চলন্ত বাসে আগুন, নিহত ২০

রাজস্থানে চলন্ত বাসে আগুন, নিহত ২০

ভারতের রাজস্থানে জয়সালমের-যোধপুর হাইওয়েতে চলন্ত একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে।  
মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বাসটিতে ৫৭ জন যাত্রী ছিলেন। বিকেল ৩টার দিকে জয়সালমের থেকে রওনা দেওয়ার কিছুক্ষণ পর হাইওয়েতে বাসের পেছনের অংশ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। চালক দ্রুত বাস থামালেও মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দমকল বাহিনী পৌঁছানোর আগেই উদ্ধারকাজে অংশ নেন।  

দুর্ঘটনায় ১৫ জন গুরুতর দগ্ধ হয়েছেন। তাদের প্রথমে জয়সালমেরের জওহর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য যোধপুরে পাঠানো হয়েছে।

প্রশাসনের বরাতে জানা গেছে, দুর্ঘটনায় পড়া বাসটি মাত্র পাঁচ দিন আগে কেনা হয়েছিল। আগুনে পুড়ে অনেক মরদেহ চেনার অযোগ্য হয়ে গেছে। নিহতদের পরিচয় শনাক্তে যোধপুর থেকে ডিএনএ ও ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছেছে।

দুর্ঘটনার খবর পেয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা জয়সালমেরে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।  

সূত্র: এনডিটিভি 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS