মিরপুরে রাসায়নিক গুদাম থেকে তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে

মিরপুরে রাসায়নিক গুদাম থেকে তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে

রাজধানীর মিরপুরে যে রাসায়নিক গুদামে ভয়াবহ আগুন লেগেছিল, সেই ভবনটিতে নানা স্থানে ফাটল দেখা দিয়েছে এবং ভবনটি থেকে তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে প্রেস ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, ভবনটির ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক জায়গায়, এমনকি কলামেও ফাটল ধরেছে। এটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি ভবন। যথাযথ যাচাই ছাড়া এখানে তল্লাশি অভিযান চালানো কঠিন হবে।

তাজুল ইসলাম চৌধুরী জানান, দুর্ঘটনাকবলিত গুদামটির নাম আলম এন্টারপ্রাইজ। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, ওই গুদামের মূল দরজা তালাবদ্ধ ছিল। পরে কাটার দিয়ে তালাটি খুলতে হয়।

তিনি বলেন, যেহেতু দরজাটি বন্ধ ছিল, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভেতরে কেউ ছিল না। তবে সার্চ অপারেশন না চালানো পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। ভবনের স্ট্রাকচারাল ঝুঁকি বিবেচনায় নিয়ে অভিযান শুরু করতে কিছুটা সময় লাগবে।

ফায়ার সার্ভিসের পরিচালক আরও বলেন, আমরা ধাপে ধাপে গুদামের ভেতর থেকে রাসায়নিক পদার্থ ড্রেন আউট করছি, যাতে কুলিং প্রক্রিয়া সম্পন্ন করা যায়। এই কাজ শেষ করতে ৩৬ ঘণ্টা বা তারও বেশি সময় লাগতে পারে।

তিনি জানান, ভবনটিতে অন্তত ছয় থেকে সাত ধরনের রাসায়নিক ছিল, যেগুলোর মিশ্রণে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ছে। এই তেজস্ক্রিয়তা প্রায় ৪০০ থেকে ৫০০ গজ পর্যন্ত বিস্তৃত হতে পারে। এলাকাটি এখন নিরাপদ নয়। এখানে অবস্থান না করাই ভালো।

সতর্ক করে তিনি বলেন, এই তেজস্ক্রিয় পদার্থ মানুষের শরীরে প্রবেশ করলে রক্তে মিশে যেতে পারে এবং শারীরিক ক্ষতি ডেকে আনতে পারে। তাই আমরা সবাইকে অনুরোধ করছি, আপাতত এ এলাকা থেকে দূরে থাকার জন্য।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS