তামান্নাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে সমালোচনার মুখে আন্নু কাপুর

তামান্নাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে সমালোচনার মুখে আন্নু কাপুর

দক্ষিণী ও বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়ার শরীরিক গঠন ও গায়ের রং নিয়ে কুরুচিকর মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন বর্ষীয়ান অভিনেতা ও উপস্থাপক আন্নু কাপুর।  

সম্প্রতি এক পডকাস্টে তিনি অভিনেত্রী তামান্না ভাটিয়ার সৌন্দর্যকে ‘দুধের মতো শরীর’ বলে কটাক্ষ করেন।

‘দ্য ব্যাড্স অফ বলিউড’র গফুর গানে তামন্নার নাচের মুদ্রার যেমন প্রশংসা চলছে, তেমনি সৌন্দর্যের দিক নিয়েও প্রশংসা চলছে।  

ভারতীয় পডকাস্টে তামান্নাকে নিয়ে আন্নু বলেন, মাশাআল্লাহ! সুন্দর দুধের মতো শরীর। এই মন্তব্যটি শোনার পর নেটিজেনদের একজন লিখেছেন, একজন অভিজ্ঞ শিল্পীর কাছ থেকে আমরা এমন ভাষা মোটেই আশা করিনি।  আবার অনেকেই লিখেছেন, অভিনেত্রীকে কুরুচিকর ও অসম্মান করা হয়েছে।  

যদিও তামান্না বলিউডে ‘মিল্কি বিউটি’ নামে পরিচিত হলেও তিনি নিজে বেশ কয়েকবার স্পষ্ট জানিয়েছেন এই উপাধি তার ভালো লাগে না।
 
এর আগেও তামান্নাকে কটাক্ষ করেছিলেন আন্নু কাপুর। আজ কি রাত গানটি এতটাই জনপ্রিয় যে ছোট বাচ্চারা গান শুনে খেয়ে ঘুমিয়ে পড়ে বলার পরই অভিনেত্রীকে পাল্টা কটাক্ষ করেছিলেন আন্নু কাপুর।

তিনি প্রশ্ন করেছিলেন যে, কত বয়সের বাচ্চারা এই গান শুনে ঘুমিয়ে যায়? ৭০ বছরের বাচ্চাও কি হতে পারে! 

বারবার তামান্না ভাটিয়াকে অসম্মানজনক মন্তব্যের পরই এবার ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তর্ক বিতর্ক চলছে।  

সূত্র: আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS