জোড়া লাগল সুদীপ-পৃথার ভাঙা সংসার

জোড়া লাগল সুদীপ-পৃথার ভাঙা সংসার

ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা সুদীপ মুখার্জি নায়িকা পৃথা চক্রবর্তীর সঙ্গে ঘর বাঁধেন। ব্যক্তিগত জীবনে এই দম্পতি খুব ভালো সময় পার করছিলেন।হঠাৎ তাদের দাম্পত্য জীবনে ছন্দপতন ঘটে। ৬ মাস আগে সংসার ভাঙার ঘোষণা দেন পৃথা।

সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন পৃথা। তখন এই অভিনেত্রী লেখেন, আমি আর সুদীপ আর দম্পতি নেই। আনুষ্ঠানিকভাবে আমাদের বিবাহবিচ্ছেদ হয়েছে। আমরা আজীবন বন্ধু হয়ে থাকব।

পৃথা এ ঘোষণা দেওয়ার পর নানা গল্প রচিত হয়েছে। এবার সুদীপ মুখার্জি জানালেন, তাদের ভাঙা সংসার জোড়া লেগেছে। দুই ছেলের কথা ভেবে নতুন সিদ্ধান্ত নিয়েছেন।

এ প্রসঙ্গে ভারতীয় একটি গণমাধ্যমে সুদীপ মুখার্জি বলেন, কোন সম্পর্কে মতবিরোধ হয় না, একটু বলবেন? আমরা সবাই স্বতন্ত্র মানুষ। সুতরাং নিজস্ব ভাবনা-চিন্তা, মতামত তো থাকবেই। তবে হ্যাঁ, এখন আমরা একসঙ্গে থাকছি।

সুদীপ-পৃথা দম্পতির দুই পুত্রসন্তান রয়েছে। এ দম্পতি চান না তাদের সন্তানদের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়ুক।

তবে এ বিষয়ে পৃথার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে দুর্গা পূজার আনন্দ স্বামী-সন্তানদের সঙ্গে উপভোগ করেন পৃথা। আর সেসব মুহূর্ত সামাজিকমাধ্যমে শেয়ার করে নেন।

এর আগে সুদীপ মুখার্জি প্রথম সংসার বাঁধেন অভিনেত্রী দামিনি বেণী বসুর সঙ্গে। সেই সংসার ভাঙার পর পৃথার সঙ্গে ঘর বাঁধেন। পৃথার এটিই প্রথম বিয়ে। তাদের বয়সের পার্থক্য ২৪ বছরের।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS