বনশ্রী থেকে এক ব্যক্তিকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ

বনশ্রী থেকে এক ব্যক্তিকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ

রাজধানীর বনশ্রী এলাকায় নিজেদের গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে সাদা পোশাকধারী একদল ব্যক্তি আজহার আলী সরকার নামের এক ব্যক্তিকে তুলে নেওয়ার অভিযোগ করেছে তার পরিবার।

শুক্রবার (১০ অক্টোবর) রাত ৮টার দিকে বনশ্রীর এ–ব্লকের শান্তা টাওয়ারের নবম তলার বাসায় এ ঘটনা ঘটে।

আজহার আলীর স্ত্রী রুখসানা পারভীন বলেন, সাদা পোশাক পরা কিছু লোক হঠাৎ বাসায় এসে প্রথমে আমার স্বামীর মোবাইল ফোনটি জব্দ করে। পরে জিজ্ঞাসাবাদের কথা বলে তাকে নিয়ে যায়। তারা নিজেদের ডিবি সদস্য বলে পরিচয় দেয়। তবে দুজনের জ্যাকেটে ‘র‌্যাব’ লেখা ছিল।  

তিনি বলেন, জিজ্ঞাসাবাদের কথা বলে আজহার আলীকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যায়। যাওয়ার আগে মোবাইল ফোন জব্দের একটি কাগজ আমাদের হাতে দেন, সেখানে ডিবি উত্তরা জোনের এসআই শওকত হোসেনের স্বাক্ষর ছিল।  

রুখসানা পারভীন আরও জানান, তার স্বামী একসময় সাংবাদিকতা করতেন, তবে বর্তমানে কোনো গণমাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন না।

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, আমাদের একটি অভিযানিক দল বাইরে রয়েছে। তবে তারা কাউকে আটক করেছে কিনা, এখনো নিশ্চিত নই। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS