জাকসু নির্বাচন নির্বিঘ্ন করতে থাকবে ২ হাজার পুলিশ

জাকসু নির্বাচন নির্বিঘ্ন করতে থাকবে ২ হাজার পুলিশ

রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য প্রায় দুই হাজার পোশাকধারী ও সাদা পোশাকধারী পুলিশ সদস্য মোতায়েন করা হবে।

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। গোয়েন্দা সংস্থা এবং ডিবি পুলিশও দায়িত্বে থাকবে। তিনি আশা প্রকাশ করে বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না এবং নির্বাচন শান্তিপূর্ণ হবে।

এবারের জাকসু নির্বাচনে মোট ১১ হাজার ৮৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটগ্রহণের জন্য মোট ২২৪টি বুথ প্রস্তুত করা হয়েছে। প্রতিটি হলে একজন করে রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। এছাড়াও শিক্ষক, কর্মকর্তা, আনসার সদস্য এবং নিরাপত্তা রক্ষীরা ভোটগ্রহণে সহায়তা করবেন। এবারের ভোট হবে ওএমআর ব্যালটে, যেখানে ভোটাররা টিক চিহ্ন দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন।

এবারের নির্বাচনে বিভিন্ন পদে মোট ১৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সহ-সভাপতি পদে ৯ জন, সাধারণ সম্পাদক পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রার্থী রয়েছেন। ছাত্রদের মধ্যে নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে এবং সবাই একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা করছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS