বাংলাদেশিদের ড্রোন প্রশিক্ষণ দেবে চীন

বাংলাদেশিদের ড্রোন প্রশিক্ষণ দেবে চীন

বাংলাদেশিদের জন্য ড্রোন প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে চীন। এই প্রশিক্ষণে অংশ নিতে আগ্রহীদের আবেদনের আহ্বান জানিয়েছে চীনা দূতাবাস।

মঙ্গলবার (২৭ মে) ঢাকার চীনা দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ১৪ এপ্রিল বাংলাদেশের জাতীয় সংসদে একটি চীনা দলের দ্বারা পরিচালিত একটি ড্রোন প্রদর্শনী সফলভাবে অনুষ্ঠিত হয়। সংস্কৃতি ও প্রযুক্তির এই উদ্ভাবনী মিশ্রণ ছিল বাংলা নববর্ষ এবং চীন ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উভয়েরই একটি প্রাণবন্ত উদযাপন। চীনা দূতাবাস ও বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতা পরিকল্পনা বাস্তবায়নের জন্য চীনের ক্রোস্টারস ইনোভেশন কালচার অ্যান্ড ট্যুরিজম টেকনোলজি গ্রুপ বাংলাদেশি কারিগরি কর্মীদের জন্য একটি বিনামূল্যে প্রশিক্ষণ কর্মসূচি প্রদান করবে। প্রশিক্ষণটি ইংরেজিতে পরিচালিত হবে। আগামী জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত সাংহাইতে অনুষ্ঠিত হবে।

প্রোগ্রামটি দুটি পর্যায়ে বিভক্ত
প্রথম পর্যায়: ড্রোন তৈরির পারফরম্যান্সের জন্য প্রয়োজনীয় মৌলিক জ্ঞান ও প্রোগ্রামিং দক্ষতা কভার করে কোর্স। (১-২ সপ্তাহ)। দ্বিতীয় পর্যায়: ক্রোস্টারসের মালিকানাধীন ড্রোন মডেলগুলোর জন্য বিশেষভাবে প্রোগ্রামিংয়ের ওপর উন্নত কোর্স। (১-২ সপ্তাহ)। প্রতিটি পর্যায়ের সঠিক সময়কাল অংশগ্রহণকারীদের বিদ্যমান কম্পিউটার সাক্ষরতা ও প্রোগ্রামিং অভিজ্ঞতার ওপর নির্ভর করবে। প্রশিক্ষণে নিবন্ধনের জন্য আগামী ১ জুনের মধ্যে ই-মেইলে (dirfa@shilpakala.gov.bd) আবেদনের আহ্বান জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS