পিএসজিতে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি নবায়ন মার্কুইনোসের

পিএসজিতে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি নবায়ন মার্কুইনোসের

ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) খেলেন ব্রাজিলিয়ান তারকা ডিফেন্ডার মার্কুইনোস। প্যারিসের দলটির অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। সেন্ট্রাল এই ডিফেন্ডারের সঙ্গে প্যারিসিয়ানদের ২০২৪ সাল পর্যন্ত চুক্তি ছিল। তবে সদ্য ২৯ বছরে পা দেওয়া মার্কুইনোসের সঙ্গে চুক্তি ২০২৮ সাল পর্যন্ত নবায়ন করেছে পিএসজি।

শুক্রবার (১৯ মে) পিএসজি এক বিজ্ঞপ্তি দিয়ে মার্কুইনোসের সঙ্গে চুক্তি আরও চার বছর বাড়িয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, ‘এটা ঘোষণা করে খুশি যে মার্কুইনোসের সঙ্গে একটি মেয়াদ বাড়িয়ে নতুন চুক্তি করেছে পিএসজি। এই ডিফেন্ডার এবং রুজ ও ব্লু একত্রে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত তাদের দুঃসাহসিক অভিযান চালিয়ে যাবে।’

২০১৩ সালে ইতালিয়ান ক্লাব রোমা থেকে পিএসজিতে যোগ দেন মার্কুইনোস। সবশেষ ২০২০ সালের জানুয়ারিতে ক্লাবের সঙ্গে ২০২৪ সালের গ্রীষ্ম পর্যন্ত নতুন চুক্তি করেছিলেন তিনি। তবে এই ব্রাজিলিয়ানে সন্তুষ্ট ক্লাবটি নতুন করে মেয়াদ বাড়িয়ে নিয়েছে। মেসি, নেইমার, এমবাপ্পে, সার্জিও রামোসের মতো তারকা থাকলেও দলটির রক্ষণের সেরা এই ভরসাই পিএসজির অধিনায়ক।

পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করে দারুণ খুশি মার্কুইনোসও। তিনি বলেছেন, ‘আমি চুক্তির মেয়াদ বৃদ্ধি করতে পেরে আনন্দিত, খুব গর্বিতও। এটা আমার জন্য খুব বিশেষ মুহূর্ত। প্যারিস সেন্ট জার্মেই সবসময় আমার উপর আস্থা দেখিয়েছে এবং এই ক্লাবের প্রতিও আমার অনেক আস্থা আছে। আমি নিশ্চিত যে আমরা আগামী বছরগুলোতে একত্রে আরও দারুণ কিছু অর্জন করতে থাকব।’

মার্কুইনোসের সঙ্গে চুক্তি নবায়ন করে উচ্ছ্বসিত ক্লাব প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফি বলেছেন, ‘মার্কুইনোস প্যারিস সেইন্ট-জার্মেই পরিবারের সঙ্গে সময় বাড়ানোয় আমরা খুব খুশি। আমার মনে আছে যখন সে এখানে এসেছিল তখন তার বয়স ছিল ১৯ বছর। প্রথম দিন থেকেই নিজেকে উৎসর্গ করে বিজয়ী মনোভাব দেখিয়েছেন। সবসময় ক্লাবের জার্সির জন্য লড়াই করেছেন। তার ফুটবল প্রতিভা, অভিজ্ঞতা এবং ক্লাবের প্রতি দায়বদ্ধতা ব্যতিক্রমী। আমি জানি পিএসজিতে মার্কুইনোসের যাত্রা অব্যাহত থাকায় আমরা একত্রে আরও অনেক সাফল্য পাব।’

ফ্রান্সের রাজধানীর ক্লাবে যোগ দেওয়ার পর থেকেই প্রথম দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় মার্কুইনহোস। ২০২০ সালে থিয়াগো সিলভা চলে যাওয়ার পর পিএসজির অধিনায়ক হন তিনি। ছয় ফিট উচ্চতার এই ডিফেন্ডার দলটির হয়ে গত ১০ বছরে ২৬৭ লিগ ম্যাচে ২৪ গোল করেছেন। আর সব মিলিয়ে ৪০৭ ম্যাচে ৩৮ গোল করে পিএসজির ১০ টি শিরোপার সঙ্গী বর্তমানে অন্যতম সেরা এই ডিফেন্ডারের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS