আমি সুইসাইড করার মতো মেয়ে না: পরীমণি

আমি সুইসাইড করার মতো মেয়ে না: পরীমণি

হঠাৎ করেই সোমবার মধ্যরাতে সামাজিকযোগাযোগমাধ্যমে ঢাকা সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এরপর ফেসবুক লাইভে এসে এ ধরনের প্রচারে বিরক্তি প্রকাশ করেন।

পরীমণি বলেন, সারাদিন শুটিং করে ফোন যখন হাতে নিলাম, আমি শকড। ফোনকলের চেয়ে বেশি মেসেজ। ধরেন, আপনার কোনো আত্মীয় মৃত্যুর খবর শুনলেন, আপনি সেই আত্মীয়কেই ফোন করে জিজ্ঞেস করলেন, আপনি কি বেঁচে আছেন? যেকোনোভাবে গুজবটা ছড়িয়েছে, আমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। কতটা শকিং আমার জন্য!

লাইভে পরীমণি বলেন, মৃত্যু তো আসলে আমার হাতে নেই। আপনি তো জানেন না, কখন চলে যাবেন। আল্লাহর কাছে স্বাভাবিক মৃত্যু চাই সব সময়।

লাইভে পরীমণি তার ভক্তদের উদ্দেশে বলেন, তার যদি অস্বাভাবিক মৃত্যু হয়, তবে ধরে নিতে হবে কেউ তাকে খুন করেছে।  

তিনি আরও বলেন, এই যে ঝুলন্ত মরদেহটা উদ্ধার করল আমার, তারপরও লাইভে এসে কথা বলছি আপনাদের সঙ্গে। কোনো একটা ফোকাস সরানোর জন্য মানুষ পরীমণিকেই বেছে নেয়। আলুর দাম কমাতে পারছে না বলে পরীমণির বিয়ের খবর করে দাও। এখন বিয়ে দিতে পারছে না বলে একদম মেরে ফেলল।

লাইভের শেষের দিকে পরীমণি বলেন, আমি সুইসাইড করার মতো মেয়ে না। আমার জীবনে এখন সুইসাইড করার মতো কোনো ইস্যুই নাই। আমার দুইটা বাচ্চা নিয়ে, কাজ নিয়ে অনেক খুশি। এই খুশির মধ্যে আপনাদের জীবনযাপন ঢুকিয়ে দেবেন না। কিছু হইলে খালি পরীমণিকে নিয়ে টানাটানি কেন? 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS