গাজা উপত্যকায় সামরিক অভিযান নিয়ে চাপে পড়েছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে বেনিয়ামিন নেতানিয়াহু সরকারকে কিছুটা নমনীয় হতেও দেখা গেছে।এই পরিবর্তনের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ।
গত সপ্তাহে পারস্য উপসাগরীয় তিনটি দেশে সফরে যান ট্রাম্প। সফরে তিনি সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে গেলেও ইসরায়েলকে সফর থেকে বাদ দেন। সফরকালে ট্রাম্প বলেন, গাজায় বহু মানুষ অনাহারে দিন কাটাচ্ছে।
ট্রাম্পের এই কথা ছিল ইসরায়েলের জন্য একটি শক্ত বার্তা। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একজন, বলেন, ট্রাম্পের প্রতিনিধিরা ইসরায়েলকে জানিয়ে দিয়েছেন— তারা যদি এই যুদ্ধ বন্ধ না করে, তাহলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে থাকবে না। খবর ওয়াশিংটন পোস্টের।