৪৭৭ কোটি টাকায় ৭০ হাজার টন সার কিনবে সরকার

৪৭৭ কোটি টাকায় ৭০ হাজার টন সার কিনবে সরকার

রাষ্ট্রীয় চুক্তির আওতায় মরক্কো ও দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৭০ হাজার মেট্রিক টন সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ৩০ হাজার টন ইউরিয়া ও ৪০ হাজার টন ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সার রয়েছে।এতে মোট ব্যয় হবে ৪৭৭ কোটি ২৩ লাখ ৩৫ হাজার টাকা।

মঙ্গলবার (২০ মে) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সার কেনার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার। বর্তমান আন্তর্জাতিক বাজার দরে এই সারের মূল্য ২ কোটি ৬৬ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৩২৪ কোটি ৫২ লাখ টাকা। প্রতি টন ডিএপি সারের দাম ধরা হয়েছে ৬৬৫ ডলার।

চলতি ২০২৪-২৫ অর্থবছরে মরক্কো থেকে ডিএপি সার আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ২৭ হাজার টন, যার মধ্যে এ পর্যন্ত আমদানি হয়েছে ৩ লাখ ৩৯ হাজার টন।

এদিকে বৈঠকে কাফকোর কাছ থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার অনুমোদন দিয়েছে সরকার।

চুক্তি অনুযায়ী প্রতি মেট্রিক টন ইউরিয়া সারের মূল্য ধরা হয়েছে ৪১৭ দশমিক ২৫ ডলার। সে হিসেবে ৩০ হাজার টনের মোট মূল্য দাঁড়াবে ১ কোটি ২৫ লাখ ১৭ হাজার ৫০০ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১৫২ কোটি ৭১ লাখ ৩৫ হাজার টাকা।

২০২৪-২৫ অর্থবছরে ইউরিয়া সার ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩২ লাখ টন। যার মধ্যে কাফকো থেকে আমদানি করা হবে ৫ লাখ ৪০ হাজার টন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS