প্রথমবার বলিউডের বানিজ্যিক সিনেমায় দর্শনা

প্রথমবার বলিউডের বানিজ্যিক সিনেমায় দর্শনা

বলিউডের সিনেমার প্রধান চরিত্রে দেখা যাবে পশ্চিমবঙ্গের নায়িকা দর্শনা বণিককে। অনুরাগ বসুর ‘মেট্রো ইন দিনো’তে অভিনয় করেছেন তিনি।কাজ করেছেন অনুপম খের, নীনা গুপ্তার মত তারকাদের সঙ্গে।

একাধিক হিন্দি সিনেমায় কাজ করলেও এই প্রথম কোনও মূলধারার বাণিজ্যিক বলিউড সিনেমার প্রধান ভূমিকায় থাকছেন দর্শনা। বিক্রম ভাট পরিচালিত থ্রিলার ঘরানার সিনেমায় দেখা যাবে এই টলিউড সুন্দরীকে। সিনেমার নাম ‘বিরাট’।

জানা গেল, এই থ্রিলারধর্মী সিনেমায় দর্শনার সঙ্গে অভিনয় করছেন মিঠুনপুত্র নমাশি চক্রবর্তী। ব্রিটিশ শাসনকালে উত্তর ভারতের প্রেক্ষাপটে সাজানো হয়েছে ‘বিরাট’র চিত্রনাট্য। সেসময়ে রেললাইন তৈরির জন্য শেরাওয়ালির মন্দির ভাঙার চেষ্টা করে ইংরেজরা। সেখান থেকেই গল্প অন্যদিকে বাঁক নেয়। দৈবশক্তিতে বাধাপ্রাপ্ত হয় ইংরেজদের রেললাইন তৈরির কাজ।

বলিউড সূত্রের খবর, এই পিরিয়ড সিনেমায় বণ্যপ্রাণ সংরক্ষণের বার্তাও দেওয়া হবে। ভিএফএক্স এই সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। ইতোমধ্যেই মুম্বাইয়ে সেট তৈরি করে কিছু অংশের শুটিং হয়েছে। বাকিটা উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে হওয়ার কথা।

উল্লেখ্য, বিক্রম ভাটের বলিউড সিনেমার জন্যই সৃজিত মুখোপাধ্যায় ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমায় লক্ষ্মীপ্রিয়ার চরিত্র হাতছাড়া হয়েছে দর্শনা বণিকের।

প্রসঙ্গত, বিক্রম ভাট একসময়ে ‘রাজ’, ‘হেট স্টোরি’, ‘১৯২০’, ‘কসুর’, ‘গুলাম’, ‘অ্যাতবার’-এর মতো একাধিক সিনেমা উপহার দিয়েছেন। তবে বর্তমানে খান-কাপুরদের দৌড়াত্ম্যে কিছুটা ‘ব্যাক ফুটে’ই মহেশ, মুকেশ-বিক্রমদের ভাট ক্যাম্প! বিক্রমের ‘হেট স্টোরি’র মাধ্যমে বলিউডে ব্রেক পেয়েছিলেন পাওলি দাম। এবার দর্শনা বণিকও সেপথেই হাঁটছেন।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS