ট্রাম্পের শুল্কনীতি: পণ্যের দাম বাড়াতে যাচ্ছে ওয়ালমার্ট

ট্রাম্পের শুল্কনীতি: পণ্যের দাম বাড়াতে যাচ্ছে ওয়ালমার্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির প্রভাবে কিছু পণ্যের দাম বাড়াতে যাচ্ছে ওয়ালমার্ট। কোম্পানিটির সিইও ডগ ম্যাকমিলন বলেন, উঁচু আমদানি খরচের প্রভাব ইতোমধ্যে ওয়ালমার্টে পড়তে শুরু করেছে।

ওয়ালমার্টের প্রধান আর্থিক কর্মকর্তা জন ডেভিড রেইনি সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সতর্ক করে বলেন, কিছু পণ্যের দাম শিগগিরই বাড়বে। ক্রেতাদের প্রস্তুত থাকতে হবে।

চীনা পণ্যের ওপর শুল্ক সাময়িকভাবে ৩০ শতাংশে কমানো হলেও বহু দেশের পণ্যে শুল্ক বাড়ানোর প্রভাব পড়তে যাচ্ছে স্বল্পমূল্যের জন্য পরিচিত খুচরা বিপণন প্রতিষ্ঠান ওয়ালমার্টে।

সিএনবিসিকে বৃহস্পতিবার দেওয়া এক সাক্ষাৎকারে জন ডেভিড রেইনি বলেন, আমরা যতটা সম্ভব পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি। কিন্তু যেভাবে এবং যত দ্রুত পণ্যের দাম বাড়ছে, তা সত্যিই কিছুটা অস্বাভাবিক।

মে মাসের শেষ দিক থেকেই ক্রেতারা বিভিন্ন পণ্যের দামে বাড়তি চাপ অনুভব করতে শুরু করবেন, আর জুনে এসে এই দাম আরও বেড়ে যেতে পারে।
 কোম্পানির অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে স্বাভাবিকের তুলনায় বেশি সংখ্যক পণ্যের দাম বাড়বে বলে ধারণা করছেন বলেও জানান তিনি।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় খুচরা বিক্রেতা ও চেইন শপ হিসেবে ওয়ালমার্টের এই ঘোষণা পণ্যের সম্ভাব্য মূল্যবৃদ্ধির বড় ইঙ্গিত দেয়। শুধু ওয়ালমার্ট নয়— অন্যান্য দোকান ও চেইন স্টোরেও শিগগিরই ক্রেতাদের বাড়তি দামে পণ্য কিনতে হতে পারে।

ওয়ালমার্ট সিইও ডগ ম্যাকমিলন বলেন, এপ্রিল থেকে আমদানিকৃত পণ্যের ওপর দাম বাড়ার চাপ শুরু হয়েছে, যা বছরজুড়েই থাকবে। কেবল দাম বাড়ানোই নয়, শুল্কের প্রভাব কমাতে তার প্রতিষ্ঠান আরও কয়েকটি কৌশলের দিকে নজর দিচ্ছেন।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS