দ্বিজেন্দ্রলাল রায়ের প্রয়াণ দিবসে ‘সুরের দয়াল রায়’

দ্বিজেন্দ্রলাল রায়ের প্রয়াণ দিবসে ‘সুরের দয়াল রায়’

বাংলা গানের প্রাণপুরুষ, কাব্য সংগীতের মহীরুহ দ্বিজেন্দ্রলাল রায়- যার সৃষ্টিতে মিশে আছে দেশ, মাটি, মানুষ আর বাঙালির আত্মপরিচয়। তার প্রয়াণ দিবসে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করছে এক অনন্য সাংস্কৃতিক শ্রদ্ধার্ঘ্য ‘সুরের দয়াল রায়’।

শনিবার (১৭ মে) সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে।  

‘ধনধান্য পুষ্পভরা’- যে গান বাঙালির জাতিসত্তার প্রতীক হয়ে উঠেছে, সেই গানের স্রষ্টার প্রতি এই আয়োজন শুধু একটি সংগীত-নাট্য নয় বরং এক সাংস্কৃতিক আরাধনা। ভৈরবী গীতরঙ্গ দলের পরিবেশনায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সৃজনশীল পরিকল্পনায় গঠিত এই অনুষ্ঠানে থাকবে গান, কবিতা, নাট্য ও নৃত্যের এক প্রাণময় সম্মিলন।

সঙ্গীত, নাট্য ও আলোকভাবনায় নির্মিত এই পরিবেশনায় মঞ্চে একসঙ্গে উপস্থিত হবেন প্রায় অর্ধশত প্রতিভাবান শিল্পী যারা নতুন করে পরিচয় করিয়ে দেবেন দ্বিজেন্দ্রলাল রায়ের জীবন, দর্শন ও গানের গভীরতা। এই আয়োজনে দর্শক শুধু গান শুনবেন না, তারা হাঁটবেন এক সুরের পথে- যেখানে মিশে থাকবে ইতিহাস, সাহিত্য, হৃদয় আর ভালোবাসা।

প্রযোজনার ভাবনা ও নির্দেশনায় রয়েছেন তরুণ নাট্যনির্দেশক ইলিয়াস নবী ফয়সাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জহির।

প্রযোজনায় অংশগ্রহণ করবেন দীপ্ত, কণা, রিয়া, আফনান, মেরাজ, সোনিয়া, লামিয়া, হৃদয়, তন্দ্রা, অর্পিতা, বৈশাখী, আতিশা, অঙ্কিতা, আরিফ, দিয়া, রাজিব, ধ্রুব, অর্ক, জিতু, আইরিন, ইসতিয়াক, ইতি, মন, জিহাদ, মহসিন, মজতোবা, নন্দিতা, নিয়ামত, নোবেল, অর্থী, প্রত্যাশা, পারমিতা, পার্থ, প্রীতম, নদী, রিয়ান, সুব্রত, তীর্থ, ইশিকা, তুর্জ, তুষার, অরিত্র, সুজয়সহ আরও অনেকে। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS