ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ চলছে

ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ চলছে

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৯টা থেকে ‘ঢাকা মহানগর দক্ষিণের সর্বস্তরের জনগণ’ ব্যানারে এই অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।আন্দোলনকারীদের অবস্থানের কারণে গুলিস্তানের গোলাপশাহ মাজার থেকে বঙ্গবাজার সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

অবস্থান কর্মসূচিতে ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন’ ও ‘বিদ্যুৎ সমবায় সমিতি’র দুটি ব্যানারও দেখা গেছে।

সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগর ভবনের সামনে জড়ো হতে শুরু করেন আন্দোলনকারীরা। এক পর্যায়ে তারা নগর ভবনের সামনের রাস্তায় অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনকারীরা জানান, ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে আদালত রায় দিয়েছেন, গেজেটও প্রকাশিত হয়েছে। কিন্তু তারপরও তার শপথ গ্রহণ নিয়ে চলছে নানা টালবাহানা। তাকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে লাগাতার অবস্থান কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দেন তারা।

এর আগে বুধবার (১৪ মে) একই দাবিতে ডিএসসিসির সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তার সমর্থকরা। সেখান থেকেই ঘোষণা আসে, ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে লাগাতার কর্মসূচি চলবে।

গত ২৭ এপ্রিল নির্বাচন কমিশন বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করে। এর আগে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম ২০২০ সালের নির্বাচনের ফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করেন।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সিটি নির্বাচনে দক্ষিণে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। তবে ভোটে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন আদালতে মামলা করেন, যা দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে তার পক্ষে রায় দেয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS