সিআইডি, সারদায় ও শিল্প পুলিশে প্রধান হলেন যারা

সিআইডি, সারদায় ও শিল্প পুলিশে প্রধান হলেন যারা

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ টেলিকম, শিল্পাঞ্চল পুলিশ, ও রাজশাহী সারদার বাংলাদেশ পুলিশ একাডেমির (বিপিএ) প্রধান হিসেবে নতুন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।  

বুধবার (৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো. মাহবুবুর রহমানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শিল্পাঞ্চল পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) মো. ছিবগাত উল্লাহকে সিআইডি প্রধান, সিআইডির অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) গাজী জসীম উদ্দিনকে শিল্পাঞ্চল পুলিশে, ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেনকে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) হিসেবে পুলিশ টেলিকমে এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মো. তাওফিক মাহবুব চৌধুরীকে সারদার বিপিএর প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া দুজন ডিআইজিকে বদলি করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিককে ঢাকা রেঞ্জের ডিআইজি এবং পুলিশ সদর দপ্তরের ড. শোয়েব রিয়াজ আলমকে এসপিবিএনের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS