দেশে নয়, বিদেশে ছোট পোশাক পরি: মারিয়া মিম

দেশে নয়, বিদেশে ছোট পোশাক পরি: মারিয়া মিম

বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিমের আরেক পরিচয় তিনি অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী। ২০১২ সালের ২৪ মে বিয়ে করেছিলেন তারা।এরপরের বছর তাদের সংসার আলো করে আসে পুত্রসন্তান আরশ হোসেন। কিন্তু ২০১৯ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকেই একা আছেন এই মডেল-অভিনেত্রী।

তবে বিচ্ছেদের পর থেকেই নিজেকে খোলামেলা রূপে উপস্থাপন করে আসছেন মারিয়া মিম। সামাজিকমাধ্যমে নিয়মিত আবেদনময়ী ছবি শেয়ার করেন। এ নিয়ে নেটিজেনদের নানা কথাও শুনতে হয় তাকে। তবে নিজের ইচ্ছামতোই চলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন মারিয়া।

সম্প্রতি সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়েছেন এই মডেল। সেখানেই এক সাক্ষাৎকারে জানালেন, ওয়েস্টার্ন পোশাক পরতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি।

মারিয়া মিমের ভাষ্য, আমার পোশাক নিয়ে সমালোচনা শুনতে হয়। কিন্তু আমি তো দেশে ছোট পোশাক পরি না, বিদেশে পরি। কারণ আমি বেড়ে উঠেছি বার্সেলোনায়। সে কারণে ওয়েস্টার্ন পোশাক পছন্দ করি। এ ধরনের পোশাকে আমাকে ভালোও লাগে।

তিনি আরও বলেন, বলিউডের কেউ ছোট পোশাক পরলে তখন প্রশংসা করা হয়, কিন্তু আমরা ছোট পোশাক পরলে সেটা ভালো লাগছে না। আমি মনে করি, মানুষের মেন্টালিটি পরিবর্তন করা উচিত।

কারণ হিসেবে মারিয়া আরও যুক্ত করেন, মিডিয়ায় কাজ করতে হলে তো গ্ল্যামারাস থাকতে হবে, সুন্দর ড্রেস পরতে হবে। ছোট পোশাক তারাই পরবে যাদের মানায়, সুন্দর লাগবে। যারা ফিট না, তারা যদি ছোট পোশাক পরে বা ওয়েস্টার্ন ড্রেস পরে, সেটা দেখতে খারাপ লাগবে।

এ সময় প্রাক্তন স্বামী অভিনেতা সিদ্দিকের বিষয়েও প্রশ্ন কারা হয় তাকে। তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। বলেছেন, তার সঙ্গে আমার বিচ্ছেদ হয়েছে ৬-৭ বছর আগে। সে তো আমার স্বামী নয়, তাই এ বিষয়ে কিছুই বলতে চাই না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS