অফিসার ক্যাডেট নেবে বিমানবাহিনী

অফিসার ক্যাডেট নেবে বিমানবাহিনী

প্রার্থী বাছাই করা হবে ৬টি ধাপে। প্রথমেই হবে প্রাথমিক লিখিত পরীক্ষা।আইকিউ, ইংরেজি, গণিত ও পদার্থ বিষয়ে প্রশ্ন করা হবে লিখিত পরীক্ষায়। এর পরের ধাপে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা।

পর্যায়ক্রমে প্রাথমিক মৌখিক, আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ (আইএসএসবি), কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ (সিএমবি) কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হবে। সর্বশেষ ধাপে ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পর্ষদ (সিএসএসবি) -এর মাধ্যমে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে। প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরীক্ষা নেওয়া শুরু হবে চলতি বছরের আগামী ১৫ জুন থেকে। এই তারিখ থেকে ভিন্ন ভিন্ন তারিখে পরীক্ষা চলমান থাকবে এবং চলবে একই বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

সব জেলার প্রার্থীদের বিমানবাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র (পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা), বিমানবাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান (যশোর) এবং বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হক (পতেঙ্গা, চট্টগ্রাম)-এ পরীক্ষা নেওয়া হবে। সঙ্গে সব মূল সনদের কপি রাখতে হবে।

প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা: অফিসার ক্যাডেটরা বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ১০ সপ্তাহসহ বিমানবাহিনীতে তিন বছর মেয়াদি প্রশিক্ষণ শেষে ফ্লাইং অফিসার পদবিতে নিয়মিত কমিশন পাবেন। কমিশন পাওয়ার পরবর্তী এক বছরসহ মোট চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি দেওয়া হবে।

প্রশিক্ষণ শেষে বাংলদেশ ইউনির্ভাসিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধীনে বিএসসি (সম্মান) অ্যারোনটিক্স/বিবিএ ডিগ্রি নেওয়ার সুযোগ রয়েছে। প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটদের সরকার নির্ধারিত মাসিক ১০ হাজার টাকা সম্মানী ও প্রশিক্ষণ শেষে সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা দেওয়া হবে। সুযোগ-সুবিধার মধ্যে রয়েছে বিদেশে প্রশিক্ষণ, উচ্চশিক্ষা, জাতিসংঘ মিশন ও বাংলাদেশ দূতাবাসে কাজের সুযোগ, বাসস্থান ও রেশন, সন্তানদের অধ্যয়ন, যাতায়াত সুবিধা, শাখা পরিবর্তন, চিকিৎসা, গাড়িঋণ ও ডিওএসএইচে প্লট ইত্যাদি।

শারীরিক যোগ্যতা: চলতি বছরের ২১ ডিসেম্বর বয়স হতে হবে সাড়ে ১৬-২২ বছর। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ৬৪ ইঞ্চি।

বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ও প্রসারণে ৩৪ ইঞ্চি। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা—জিডি (পি) শাখায় ৬৪ ইঞ্চি, অন্যান্য শাখায় ৬২ ইঞ্চি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ও প্রসারণে ৩০ ইঞ্চি। ওজন বয়স ও উচ্চতা অনুসারে। চোখের দৃষ্টিশক্তি—জিডি (পি) শাখায় ৬/৬, এটিসি/এডিডব্লিউসি শাখায় ৬/১২ এবং ইঞ্জিনিয়ারিং শাখায় ৬/৩৬।

শাখাভিত্তিক শিক্ষাগত যোগ্যতা: জিডি (পি) শাখার প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমানের পরীক্ষার বিজ্ঞান শাখায় জিপিএ ৪ দশমিক ৫০ এবং গণিত ও পদার্থবিজ্ঞানে লেটার গ্রেড ন্যূনতম ‘এ’। ইঞ্জিনিয়ারিং শাখার ক্ষেত্রে উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগে চতুর্থ বিষয় ছাড়া জিপিএ ৪ দশমিক ৫০ এবং পদার্থ, রসায়ন ও গণিতে লেটার গ্রেড ন্যূনতম ‘এ’। এটিসি/এডিডব্লিউসি শাখার প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমানের পরীক্ষার বিজ্ঞান শাখায় জিপিএ ৪ দশমিক ৫০ এবং উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞানে লেটার গ্রেড ন্যূনতম এটিসি/এডিডব্লিউসি প্রার্থীদের শাখা এক বছর প্রশিক্ষণ শেষে নির্ধারণ হবে। ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীরাও সুযোগ পাবেন।

আবেদন লিংক: joinairforce.baf.mil.bd

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS