ইরানে বন্দরে শক্তিশালী বিস্ফোরণ, আহত ৫৬১

ইরানে বন্দরে শক্তিশালী বিস্ফোরণ, আহত ৫৬১

দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের শহীদ রাজাই বন্দরে এক শক্তিশালী বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি ও লোকজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে এতে, বন্দরের প্রশাসনিক ভবন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এবং অনেক যানবাহন ভেঙে চুরমার হয়ে গেছে।এ ঘটনায় কমপক্ষে ৫৬১ জন আহত হয়েছেন বলে খবর।

শনিবার (২৬ এপ্রিল) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে প্রেস টিভি।  

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার শহীদ রাজাই বন্দরে কাস্টমস ভবন থেকে মাত্র দুই কিলোমিটার দূরে অবস্থিত সিনা কনটেইনার ইয়ার্ডে একটি জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরিত হয়। এতে কমপক্ষে ৫৬১ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হরমোজগান হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি দল ঘটনাস্থলে ছুটে গেছে।

হরমোজগানের সংকট ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক বলেছেন, বিস্ফোরণটি অত্যন্ত শক্তিশালী ছিল। তবে কী কারণে জ্বালানি ট্যাংকটি বিস্ফোরিত হলো তা এখনও নির্ধারণ করা হয়নি।

প্রাথমিক প্রতিবেদন বলছে, বন্দর কমপ্লেক্সের মধ্যে একটি প্রশাসনিক ভবনে বিস্ফোরণের সূত্রপাত ঘটে।  ঘটনার পর বন্দরের সমস্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে। সম্ভাব্য ব্যাপক হতাহতের শঙ্কায় কর্তৃপক্ষ অবিলম্বে বন্দরের হাসপাতালগুলিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে। নিরাপত্তা ও জরুরি দলগুলি এলাকাটি সুরক্ষিত করতে কাজে নেমেছে।

বন্দরের কাস্টমস অফিস এক বিবৃতিতে জানিয়েছে, সম্ভবত দাহ্য এবং রাসায়নিক পদার্থ সংরক্ষণের ডিপোতে আগুন লাগার কারণে এই ঘটনার সূত্রপাত হয়েছে। বিস্ফোরণস্থলে নিকটবর্তী শহরগুলি থেকে উদ্ধারকারী বাহিনী এবং অগ্নিনির্বাপক কর্মীদের মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS