ধোনি জানালেন, দিনে পাঁচ লিটার দুধ খাওয়ার গল্প গুজব

ধোনি জানালেন, দিনে পাঁচ লিটার দুধ খাওয়ার গল্প গুজব

মহেন্দ্র সিং ধোনি নাকি দিনে পাঁচ লিটার দুধ খান—এমন গল্প বছরের পর বছর ঘুরে বেড়াচ্ছে ক্রিকেটপ্রেমীদের মুখে মুখে। অনেকের বিশ্বাস, গরুর খাঁটি দুধই তার শক্তির আসল উৎস।বিশাল ছক্কা মারা, দারুণ ফিটনেস—সবই নাকি দুধের জোর! তবে আইপিএলের ব্যস্ত সময়েও ধোনি এবার হেসে উড়িয়ে দিলেন সেই বহু পুরোনো গুজব।

সম্প্রতি এক অনুষ্ঠানে ধোনির কাছে আবার প্রশ্ন আসে—তিনি কি সত্যিই দিনে পাঁচ লিটার দুধ খান? জবাবে ধোনি হেসে বলেন, “আমি দিনে পাঁচ লিটার দুধ খেতাম, এই কথা কীভাবে আসে বুঝি না! হ্যাঁ, দুধ খাই ঠিকই, তবে সারা দিনে খুব বেশি হলে এক লিটার। আর কেউ যদি বলে আরও চার লিটার খাই, তাহলে বলব—মানুষ না হাতি মনে করে!”

এখানেই শেষ নয়। আরও এক গুজব নিয়েও কথা বলেন মাহি—তিনি নাকি নিজেই লস্যি (লাচ্ছি) বানিয়ে খান। এ প্রশ্ন শুনে আবারও হেসে বলেন, “আসলে আমি লস্যিই খাই না, বানানোর প্রশ্নই আসে না!”

এদিকে আইপিএলে চেন্নাই সুপার কিংসের পারফরম্যান্স নিয়ে ধোনি ছিলেন পুরোপুরি বাস্তববাদী। নিজের দলের খেলা নিয়ে কোনো রাখঢাক না রেখেই বলেন,
“আমার মনে হয়, আমরা খুব খারাপ খেলছি। পারফরম্যান্স মোটেও প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না। ম্যাচের দ্বিতীয় ভাগে শিশির আমাদের সমস্যায় ফেলছে। মাঝের ওভারগুলো আরও ভালোভাবে কাজে লাগাতে হবে। ”

চলতি আইপিএলে আট ম্যাচে মাত্র দুটি জয় পেয়েছে চেন্নাই। পয়েন্ট টেবিলের একেবারে নিচে—দশ নম্বরে অবস্থান করছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

সব মিলিয়ে দুধ নিয়ে যতই গুজব থাক, ধোনি জানিয়ে দিলেন—সব কিছুর মূল শক্তি নিজের পরিশ্রম আর বাস্তবতা মেনে চলার মানসিকতায়। আর মাঠের খেলায় চেন্নাইয়ের ঘুরে দাঁড়ানো, সেটা এখন সময়ের অপেক্ষা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS