ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিশ্বকাপের অপেক্ষা বাড়ল বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিশ্বকাপের অপেক্ষা বাড়ল বাংলাদেশের

টানা তিন জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোঁচট খেল বাংলাদেশ। ব্যাটিংয়ে মাঝারি পুঁজি নিয়ে বোলিংয়ে আগের ম্যাচগুলোর মতো নৈপুণ্য দেখাতে পারেনি তারা।ফলে বিশ্বকাপে যাওয়ার অপেক্ষা আরও বাড়ল তাদের।  

ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ উইকেটে হারে বাংলাদেশ। পাকিস্তানের লাহোর সিটি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২২৭ রান সংসগ্রহ করে তারা। যা ২৪ বল হাতে রেখেই তাড়া করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে ৭ উইকেট হারাতে হয় তাদের।  

আগে ব্যাট করা বাংলাদেশের শুরুটা হয় সোবহানা মোস্তারিকে (৬) হারিয়ে। এই ধাক্কা অবশ্য সামলে নেন ফারজানা হক ও শারমিন আক্তার। দ্বিতীয় উইকেটে তারা গড়েন ১১৮ রানের জুটি। তবে ২৮তম ওভারে ফারজানাকে বিদায় করে এই জুটি ভেঙে দেন আলিয়া অ্যালেইন। ৪২ রানে ফেরেন বাংলাদেশি ওপেনার।  

এদিকে ৫৭ বলে ফিফটি পূর্ণ করে নেন শারমিন। এরপর ইনিংস খুব বেশি লম্বা করতে পারেননি। ৭৯ বলে ১০ চারে ৬৭ রান করে বিদায় নেন তিনি। চারে নামা নিগার সুলতানা ব্যর্থ হন আজ। তার ব্যাট থেকে আসে স্রেফ ৫ রান। এরপর দ্রুত উইকেট হারায় বাংলাদেশ। তবে শেষদিকে লড়েন নাহিদা আক্তার ও রাবেয়া খান। নাহিদা ২৫ রান করে উইকেট হারালেও রাবেয়া ২৩ রানে অপরাজিত থাকেন।  

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪ উইকেট নেন অ্যালেইন। দুটি করে উইকেট নেন হেইলি ম্যাথিউস ও আফি ফ্লেচার।  

রান তাড়ায় নামা ওয়েস্ট ইন্ডিজের জাইদা জেমসকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন জান্নাতুল ফেরদৌস। পরের উইকেট পেতে অপেক্ষা করতে হয় অনেকটা সময়। থিতু হয়ে লড়ে যাচ্ছিলেন কিয়ানা জোসেপ ও কাম্পবেলে। জোসেপকে ৩১ রানে ফিরিয়ে এই জুটি ভাঙেন রাবেয়া। এরপর তিনে নামা কাম্পবেলে (২৪) ফাহিমার বলে এলবিডব্লিউ হন।

নিয়মিত বিরতিতে উইন্ডিজ উইকেট হারাতে থাকলেও রান ‍তুলতে থাকে ঠিকই। চতুর্থ উইকেটে ৬৬ রান যোগ করেন স্টেফানে টেইলর ও হাইলি ম্যাথিউস। ম্যাথিউসকে ৩৩ রানে ফিরিয়ে জুটিটি ভাঙেন মারুফা। নিজের পরের ওভারে তিনি বিদায় কেরন টেইলরকেও (৩৬)। বাকিটা সামলে নেন চিনেলে হেনরি। ৪৮ বলে অপরাজিত ৫১ রান করে দলকে জেতান তিনি। এর মধ্যে সাবিকা ২০ ও অ্যালেইন ১১ রান করেন।  

বাংলাদেশের হয়ে দুটি উইকেট নেন মারুফা। বাকি বোলারদের মধ্যে স্বর্ণা আক্তার ছাড়া সবাই নেন একটি করে উইকেট।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS