আফগান নারীদের ক্রিকেটে ফেরাতে আইসিসির উদ্যোগ 

আফগান নারীদের ক্রিকেটে ফেরাতে আইসিসির উদ্যোগ 

আফগানিস্তানের ক্ষমতা তালেবানের হাতে আসার পরই আফগানিস্তানে নারী ক্রিকেট নিষিদ্ধ হয়। অস্ট্রেলিয়ায় গিয়ে নির্বাসিত থাকে তারা।সেখান থেকেই কয়েকবার আওয়াজ তোলে এই ক্রিকেটাররা। তবে ভালো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এবার সুখবর পেতে যাচ্ছে তারা। তাদের ক্রিকেটে ফেরাতে আইসিসি, বিসিসিআই, ইসিবি ও সিএ এক উদ্যোগ নিয়েছে।

আইসিসির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ড, ইসিবি (ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড) ও সিএ (ক্রিকেট অস্ট্রেলিয়া) আর্থিক সহায়তার সিদ্ধান্ত নিয়েছে। যার জন্য তারা কোনো অর্থ নেবে না আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) কাছ থেকে। আইসিসির এক মুখপাত্র ইএসপিএন ক্রিকইনফোকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আইসিসি এখনও আফগানিস্তান (নারী) দলকে গণনায় নিচ্ছে না। পরিবর্তে আমরা আইসিসির আইনগত ও সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে এই জটিল ইস্যু নিয়ে আলোচনা এবং সমাধান খুঁজে পাওয়ার প্রক্রিয়া অনুসরণ করব। ’ 

তবে আফগানিস্তান থেকে অস্ট্রেলিয়ায় নির্বাসিত ১৯ নারী ক্রিকেটারই কেবল আইসিসির বিবেচনাধীন নয় বলেও জানান তিনি, ‘যে যেখানেই বিচ্ছিন্ন অবস্থায় আফগানিস্তান থেকে নির্বাসনে আছেন, তাদের সবাইকে নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। ’

ইতোমধ্যে আফগান নারী ক্রিকেটারদের জন্য টাস্ক ফোর্স গঠন করেছে আইসিসি। যেখান থেকে আর্থিক সাহায্য থেকে প্রশিক্ষণসহ সব রকম সাহায্য পাবে তারা। বোর্ডগুলোর সহায়তায় একটি তহবিল গড়ে তোলা হবে আফগান নারী ক্রিকেটারদের জন্য। সেই তহবিল থেকে ক্রিকেটারদের আর্থিক সাহায্যও করা হবে। এ ছাড়া আধুনিক উচ্চমানের প্রশিক্ষণ, প্রয়োজনীয় বিভিন্ন সুযোগ-সুবিধা এবং মেন্টরের ব্যবস্থা করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS