ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নেবে ২৫২৪ জন, ১টি পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নেবে ২৫২৪ জন, ১টি পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে নিয়োগে সম্প্রতি সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এই প্রতিষ্ঠানে ১৪ ক্যাটাগরির পদে ২৫২৪ জন লোকবল নিয়োগ দেওয়া হবে। এই ১৪ ক্যাটাগরির মধ্যে ‘কপিস্ট কাম বেঞ্চ সহকারী’ পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নেবে ৪৮০ জন। এ পদের পরীক্ষা ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে।

কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদে হবে প্রিলিমিনারি (MCQ) পরীক্ষা। ২৫ এপ্রিল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। রাজধানীর ১৯টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১৭ এপ্রিল থেকে টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট থেকে কপিস্ট কাম বেঞ্চ পদের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। প্রার্থীদের প্রবেশপত্রের রঙিন কপি প্রিন্ট করে রঙিন প্রবেশপত্রসহ নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নিতে হবে।

কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদের বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

১৯টি পরীক্ষা কেন্দ্র হলো—

  • সরকারি বাঙলা কলেজ, মিরপুর, ঢাকা
  • সরকারি তিতুমীর কলেজ, মহাখালী, ঢাকা
  • মিরপুর কলেজ, মিরপুর, ঢাকা
  • মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা
  • বাড্ডা আলাতুন্নেছা উচ্চমাধ্যমিক বিদ্যালয়, বাড্ডা, ঢাকা
  • মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
  • মতিঝিল কলোনি উচ্চবিদ্যালয়, মতিঝিল, ঢাকা
  • ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, ডেমরা, ঢাকা
  • সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ (স্কুল ভবন), ডেমরা, ঢাকা

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS