ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে নিয়োগে সম্প্রতি সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এই প্রতিষ্ঠানে ১৪ ক্যাটাগরির পদে ২৫২৪ জন লোকবল নিয়োগ দেওয়া হবে। এই ১৪ ক্যাটাগরির মধ্যে ‘কপিস্ট কাম বেঞ্চ সহকারী’ পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নেবে ৪৮০ জন। এ পদের পরীক্ষা ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে।
কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদে হবে প্রিলিমিনারি (MCQ) পরীক্ষা। ২৫ এপ্রিল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। রাজধানীর ১৯টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১৭ এপ্রিল থেকে টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট থেকে কপিস্ট কাম বেঞ্চ পদের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। প্রার্থীদের প্রবেশপত্রের রঙিন কপি প্রিন্ট করে রঙিন প্রবেশপত্রসহ নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নিতে হবে।
কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদের বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)