নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেড অনুষ্ঠিত

নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেড অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ডে প্যারেড অনুষ্ঠিত হয়েছে।  

স্থানীয় সময় ১৪ এপ্রিল বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের ২০টি সড়কজুড়ে প্রায় দুই কিলোমিটার এলাকায় এ প্যারেড হয়েছে।

বাংলাদেশিরা ছাড়াও বিভিন্ন কমিউনিটির অনেকে মানুষ অংশ নেন।

নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস প্যারেডের অংশগ্রহণ করেন। পরে তাকে নিয়েই প্রবাসীরা ৩৭ অ্যাভিনিউ ধরে ৬৯ স্ট্রিট থেকে ৮১ স্ট্রিট পর্যন্ত প্রায় দুই মাইলব্যাপী প্যারেডে অংশ নেন।

এসময় রাস্তার দুই পাশে হাজার হাজার মানুষ বাংলাদেশের পতাকা হাতে বাংলাদেশ বাংলাদেশ বলে স্লোগান দিতে থাকেন। বাবা-মায়ের হাত ধরে ছোট ছোট ছেলে-মেয়েও বাংলাদেশের পতাকা হাতে রাস্তায় দাঁড়িয়েছিল।

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএ নামে নিউইয়র্কভিত্তিক বাংলাদেশি একটি সংগঠন উদ্যোগে বাংলাদেশ ডে প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে মেয়র এরিক অ্যাডামস এবং নিউইয়র্কে বাংলাদেশি বিভিন্ন আঞ্চলিক সংগঠন ছাড়াও নিউইয়র্ক স্টেট সিনেটর জেসিকা রামোসসহ মূলধারার বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।  

প্যারেডকে সফল করতে গঠিত কমিটির আহ্বায়ক ছিলেন ব্যবসায়ী ও মূলধারার রাজনীতিক শাহ নেওয়াজ। অ্যাটর্নি মঈন চৌধুরী, ফাহাদ সোলায়মান ও তরিকুল ইসলাম বাদল।

মেয়র এরিক অ্যাডামস বলেন, প্রবাসী বাংলাদেশিদের এ ঐতিহাসিক প্যারেডে থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। গত তিনটি বছর সব কার্যক্রমে প্রমাণ করেছি আমিও আপনাদের কমিউনিটির একটি অংশ। এ কমিউনিটির অধিকাংশ কর্মসূচিতে আমি উপস্থিত থাকার চেষ্টা করি। মেয়রের অফিস বাংলাদেশিদের জন্য উন্মুক্ত।

প্যারেডে নিউইয়র্ক পুলিশ বাহিনীর একটি চৌকস অশ্বারোহী বাহিনী অংশ নেয়। বাংলাদেশ সোসাইটিসহ বাংলাদেশি বিভিন্ন সংগঠনের অংশগ্রহণও ছিল উল্লেখযোগ্য। উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিন্দুকণা ও শাহ মাহবুব।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS