News Headline :
ইউক্রেনযুদ্ধ বন্ধ করতে না পারলে ‘হাল ছেড়ে’ দেওয়ার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের  বাংলাদেশ-পাকিস্তান দুই দেশই ভারতীয় সন্ত্রাসবাদের শিকার: পাকিস্তানের সাবেক সিনেটর ট্রাম্প অভিনীত সিনেমার দৃশ্যটি এখন পরিচালকের গলার কাঁটা! আড়াই বছর পর ফিরছে ‘ব্যাচেলর পয়েন্ট’ ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিশ্বকাপের অপেক্ষা বাড়ল বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারে যাচ্ছেন ৪ নারী খেলোয়াড় গাজায় আরও ৩৫ ফিলিস্তিনি নিহত, এখনো বন্ধ ত্রাণ সরবরাহ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২, যুদ্ধবিরতি মধ্যেই প্রাণ হারালো ১৮৬ জন ট্রান্সজেন্ডাররা নয়, শুধু জন্মগত নারীরাই নারী: ব্রিটিশ আদালতের রায় টিসিবির জন্য ৫৪২ কোটি টাকায় রাইস ব্রান ও সয়াবিন তেল কিনবে সরকার
ডি ব্রুইনার নেতৃত্বে ঘুরে দাঁড়িয়ে দারুণ জয় সিটির

ডি ব্রুইনার নেতৃত্বে ঘুরে দাঁড়িয়ে দারুণ জয় সিটির

ম্যানচেস্টার ডার্বির হতাশাজনক ড্রয়ের ছয় দিন পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে এক রোমাঞ্চকর ম্যাচে ২-০ গোলে পিছিয়ে থেকেও ৫-২ ব্যবধানে ক্রিস্টাল প্যালেসকে উড়িয়ে দিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।

শুরুটা অবশ্য সিটির জন্য ছিল দুঃস্বপ্নের মতো। ম্যাচের শুরুর দিকে ২-০ গোলে এগিয়ে যায় প্যালেস। এমনকি তৃতীয় গোলও পেয়েছিল তারা, কিন্তু আধুনিক অফসাইড প্রযুক্তির কল্যাণে সেটি বাতিল হয়।

এরপরই ম্যাচের চেহারা বদলে দেন সিটির বিদায়ী অধিনায়ক কেভিন ডি ব্রুইনা। ৩৩ মিনিটে এক দুর্দান্ত ফ্রি-কিকে গোলরক্ষক ডিন হেন্ডারসনকে বোকা বানিয়ে সিটির প্রথম গোলটি করেন তিনি। এরপর ওমর মারমুশ বিরতির আগেই সমতা ফেরান, এটি ছিল তার সিটির হয়ে সপ্তম গোল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ডি ব্রুইনার পাস থেকে মাতেও কোভাসিচ নিচু শটে গোল করে সিটিকে এগিয়ে দেন। কিছুক্ষণ পর গোলরক্ষক এদারসনের লম্বা পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে হেন্ডারসনকে কাটিয়ে গোল করেন তরুণ মিডফিল্ডার জেমস ম্যাকাটি। এরপর নিকো ও’রেইলির শট প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদলে জালে ঢুকে গেলে স্কোরলাইন দাঁড়ায় ৫-২।

এবারের প্রিমিয়ার লিগ মৌসুমে প্রথমবার ঘরের মাঠে পাঁচ গোল করল সিটি। টানা ছয় ম্যাচে মোট ১০ গোলের পর এমন এক ম্যাচ তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দিল।

এই জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে ফিরেছে ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স লিগের টিকিটের দৌড়ে তারা এখন চেলসি ও নিউক্যাসলের ওপর বাড়তি চাপ তৈরি করেছে।

তবে খেলার মাঝেই এক দুঃসংবাদও এসেছে। দ্বিতীয়ার্ধে এক সহজ ক্লিয়ারেন্স করতে গিয়ে ইনজুরিতে পড়েন সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এদারসন। পরে তাকে মাঠ ছাড়তে হয়, বদলি হিসেবে নামেন স্টেফান ওর্তেগা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS