স্বাস্থ্যে ক্যাডারভুক্তির প্রজ্ঞাপনে সংশোধন, বাদ ৭৪ জন

স্বাস্থ্যে ক্যাডারভুক্তির প্রজ্ঞাপনে সংশোধন, বাদ ৭৪ জন

৪৫৯ চিকিৎসক কর্মকর্তাকে বিসিএস স্বাস্থ্য ক্যাডারভুক্ত করে জারি করা প্রজ্ঞপনের সংশোধনী দিয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ। ১০ মে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছিল, স্বাস্থ্য অধিদপ্তরের অধীন ৪৫৯ চিকিৎসক কর্মকর্তাকে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারভুক্ত করা হলো। ১৫ মে ক্যাডারভুক্তির প্রজ্ঞাপন সংশোধন করে বলা হয়েছে, ওই তালিকা থেকে ৭৪ জন বাদ পড়েছেন।

১৫ মে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রণীত বিসিএস (স্বাস্থ্য) গঠন ও ক্যাডার বিধিমালা, ১৯৮০ এবং বাংলাদেশ সিভিল সার্ভিস রিক্রুটমেন্ট রুলস ১৯৮১ সংশোধন–সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৯/০৩/২০২৩ তারিখের এসআরও নং-৬৬ আইন/২০২৩–এর আলোকে স্বাস্থ্য অধিদপ্তরের অধীন ৩৮৫ চিকিৎসক কর্মকর্তাকে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারভুক্ত করা হলো।’

আগের প্রজ্ঞাপনে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারদের তালিকা থেকে বেশ কয়েকজন বাদ পড়েছেন। ক্যাডারভুক্তির ওই তালিকা থেকে এই ৭৪ জন কেন বাদ পড়লেন, তা জানা যায়নি।

১০ মে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. আলমগীর কবীর স্বাক্ষরিত নোটিশে জানানো হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রণীত বিসিএস (স্বাস্থ্য) গঠন ও ক্যাডার বিধিমালা, ১৯৮০–এর আলোকে ৪৫৯ চিকিৎসক কর্মকর্তাকে বিসিএস স্বাস্থ্য ক্যাডারভুক্ত করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS